মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে বিপুলসংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নয়টি পদে সর্বমোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে :
থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। একাডেমিক সুপারভিশন এবং প্রকল্প বাস্তবায়ন-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
থানা/উপজেলা একাডেমিক সুপারভাইজার
পদটিতে সর্বমোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণির এম.এড ডিগ্রি অথবা বি.এড/ডিপ-ইন-এডসহ যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি যাঁদের রয়েছে, তাঁরাই আবেদন করতে পারবেন। একাডেমিক সুপারভিশন এবং প্রকল্প বাস্তবায়ন-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
ডকুমেন্টেশন অফিসার
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডকুমেন্টেশনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
সহকারী পরিদর্শক
পদটিতে সর্বমোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। একাডেমিক সুপারভিশন এবং প্রকল্প বাস্তবায়ন কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
গবেষণা কর্মকর্তা
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। একাডেমিক সুপারভিশন এবং প্রকল্প বাস্তবায়ন কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
সহকারী প্রোগ্রামার
পদটিতে দুজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশল শাস্ত্রে অথবা কম্পিউটার বিজ্ঞানে বিএসসি ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। এই পদে প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর
পদটিতে দুজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে পারবেন। একাডেমিক সুপারভিশন এবং প্রকল্প বাস্তবায়ন কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৭ হাজার ১০০ টাকা।
কম্পিউটার অপারেটর
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে এই শর্ত শিথিল করা হবে। নিয়োগপ্রত্যাশীদের Operator’s Aptitude টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা www.sesip.teletalk.com.bd অথবা www.sesip.gov.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৩১ আগস্ট, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিটি পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত জানতে ডেইলি স্টারে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
৪২ জনের চাকরির সুযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে
0
Tags