PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

আজকের এই দিনে : ২৪ আগস্ট

১৬০৮ সালের এই দিনে এই দিনে প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ সালের এই দিনে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ সালের এই দিনে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮১৫ সালের এই দিনে নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।
১৮৭৫ সালের এই দিনে ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৮৯০ সালের এই দিনে আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেসের জন্ম।
১৮৯৩ সালের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে’র জন্ম।
১৯০২ সালের এই দিনে জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
১৯১৩ সালের এই দিনে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৭ সালের এই দিনে মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশার মৃত্যু।
১৯২৯ সালের এই দিনে ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত জন্মগ্রহন করেন।
১৯২৯ সালের এই দিনে বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
১৯৪৪ সালের এই দিনে জার্মান থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ সালের এই দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ সালের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭৪ সালের এই দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৮ সালের এই দিনে সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের ইন্তেকাল।
১৯৮৯ সালের এই দিনে ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ সালের এই দিনে তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ সালের এই দিনে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!