দৃঢ়ভাবে আটকানো থাকে। সাধারণ তাপমাত্রায় এই বেড় চাকা থেকে ছোট হওয়ায় এটি চাকার সাথে লাগানো যায় না। তবে লোহার বেড়টিকে উত্তপ্ত করলে এটি প্রসারিত হয়ে ব্যাসের বৃদ্ধি ঘটে। এ অবস্থায় বেড়টিকে চাকার সাথে লাগিয়ে ঠাণ্ডা করা হয়। এ কারণে বেড়টি সংকুচিত হয়ে চাকার গায়ে দৃঢ়ভাবে লেগে থাকে।
গরুর গাড়ির চাকায় যুক্ত লোহার বেড় কাঠের সাথে দৃঢ়ভাবে আটকানো থাকে কেন?
0
দৃঢ়ভাবে আটকানো থাকে। সাধারণ তাপমাত্রায় এই বেড় চাকা থেকে ছোট হওয়ায় এটি চাকার সাথে লাগানো যায় না। তবে লোহার বেড়টিকে উত্তপ্ত করলে এটি প্রসারিত হয়ে ব্যাসের বৃদ্ধি ঘটে। এ অবস্থায় বেড়টিকে চাকার সাথে লাগিয়ে ঠাণ্ডা করা হয়। এ কারণে বেড়টি সংকুচিত হয়ে চাকার গায়ে দৃঢ়ভাবে লেগে থাকে।
Tags