Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


পদার্থ বিজ্ঞান ১ম অধ্যায় — গতি


প্রশ্ন ১। সরণ কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলো সরণ।
প্রশ্ন 2। অভিকর্ষজ ত্বরণের মাত্রা লেখ ।
উত্তর : অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো [LT⁻²]।
প্রশ্ন ৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর : গতিশীল কোনো বস্তুর  একটি বিশেষ মুহুর্তের দ্রুতিকে  তাৎক্ষণিক দ্রুতি বলে।
প্রশ্ন ৪। ভেক্টর রাশি কাকে বলে?
উত্তরঃ যেসব ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে ।
প্রশ্ন ৫। মন্দন কাকে বলে?
উত্তর : সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয় ।
প্রশ্ন ৬। বেগ কাকে বলে?
উত্তর : সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে ।
প্রশ্ন ৭। অসম বেগ কী?
উত্তর : কোনো বস্তুর যদি গতিকালে তার বেগের মান ও দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসম বেগ বলে ।
প্রশ্ন ৮। স্কেলার রাশি কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলে।
প্রশ্ন ৯। সরণের একক কী?
উত্তর: এস আই বা আন্তর্জাতিক পদ্ধতিতে সরণের একক মিটার (m)।
প্রশ্ন ১০। দ্রুতি কী?
উত্তর : সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারই দ্রুতি।
প্রগ ১১। দুতির একক কী?
উত্তর : এস আই  বা আন্তর্জাতিক পদ্ধতিতে দ্রুতির একক মিটার/সেকেন্ড( ms⁻¹)
প্রশ্ন ১২। দ্রুতির মাত্রা সমীকরণ লেখ ।
উত্তর : দ্রুতির মাত্রা সমীকরণ, [ LT⁻¹]
প্রশ্ন ১৩। ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
উত্তর : গতিশীল কোনো বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে ।
প্রশ্ন ১৪ । ত্বরণের মাত্রা কত?
উত্তর : ত্বরণের মাত্রা, a [LT⁻²]
প্রশ্ন ১৫ । সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি কীরূপ হয়?
উত্তর : সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি মূল  বিন্দুগামী সরলরেখা ।
প্রশ্ন ১৬। আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলকে কী বলে?
উত্তর : আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষজ বল বলে।
প্রশ্ন ১৭। পৃথিবী ও চাঁদের আকর্ষণকে কী বলা হয়?
উত্তর : পৃথিবী ও চাঁদের আকর্ষণকে অভিকর্ষজ বল বলে ।
প্রশ্ন ১৮। অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত?
উত্তর : অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান 9.81 ms⁻²

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image