৫০. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
ক. ২ কোটি একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ৪০ লক্ষ একর
ঘ. ২ কোটি ২৫ লক্ষ একর
উত্তর : গ. ২ কোটি ৪০ লক্ষ একর
৫১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
ক. ২২৫ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২৫০ নটিক্যাল মাইল
ঘ. ১০ নটিক্যাল মাইল
উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল
৫২. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গঙ্গা
খ. ব্রক্ষ্মপুত্র
গ. করতোয়া
ঘ. মহানন্দা
উত্তর : গ. করতোয়া
৫৩. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা –
ক. Badel Powel
খ. Paul harris
গ. W.Silson
ঘ. H.Wilson
উত্তর : খ. Paul Harris
৫৪. এফটা –[AFTA] বলতে বোঝায় –
ক. একটি বিমান সংস্থা
খ. পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ. একটি বাণিজ্যিক গোষ্ঠী
ঘ. একটি সামরিক চুক্তি
উত্তর : গ. একটি বাণিজ্যিক গোষ্ঠী
৫৫. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
ক. অল্প সুদে
খ. বিনা সুদে
গ. স্বাভাবিক সুদে
ঘ. অকি সামন্য সুদে
উত্তর : খ. বিনা সুদে
৫৬. নামিবিয়ার রাজধানী –
ক. প্রিটোরিয়া
খ. উইন্ডহুক
গ. করাভু
ঘ. কোটাভি
উত্তর : খ. উইন্ডহুক
৫৭. আমেরিকাকে এশিয়া থেকে পৃথম থেকে করেছে কোন প্রণালী ?
ক. বেরিং
খ. পক
গ. ফ্লোরিডা
ঘ. জিব্রাল্টার
উত্তর : ক. বেরিং
৫৮. সাউথ কমিশনের চেয়ারম্যান –
ক. মুগাবে
খ. জুলিয়াস নায়ারে
গ. সুহার্তো
ঘ. ক্যাষ্ট্রো
উত্তর : খ. জুলিয়াস নায়ারে
৫৯. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় –
ক. ৯ মার্চ
খ. ১২ মে
গ. ৫ জুন
ঘ. ৭ জুলাই
উত্তর : গ. ৫ জুন
৬০. জাতিসংঘ দিবস পালিত হয়
ক. ৯ মার্চ
খ. ১২ মে
গ. ৫ জুন
ঘ. ৭ জুলাই
উত্তর : গ. ৫ জুন
৭১. a – {a –(a+1)} = কত
ক. a
খ. a+1
গ. a-1
ঘ. 1
উত্তর : খ. a+1
৭২.যদি a3-b3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
ক. 35
খ. 45
গ. 54
ঘ. 55
উত্তর : গ. 54
৭৩.পাশাপাশি দুইটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট । BC = ৬ ফুট,CF = ৫ ফুট, DE= কত ?
ক. ১২ ফুট
খ. ১৫ ফুট
গ. ২০ ফুট
ঘ. ১৮ ফুট
উত্তর : ঘ. ১৮ ফুট
৭৪.(x+3)(x-3)কে x-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
ক. -3
খ. -6
গ. 6
ঘ. 3
উত্তর : ক. -3
৭৫.চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্ তমান মূল্য কত ?
ক. ৭৫০ টাকা
খ. ৭৫ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭২০ টাকা
উত্তর : ঘ. ৭২০ টাকা
৭৬.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
ক. ৬৪ মিটার
খ. ১৪৪ মিটার
গ. ১২৮ মিটার
ঘ. ৯৬ মিটার
উত্তর : ১২৮ মিটার
৭৭.ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
ক. ১৫ কি.মি
খ. ২৫ কি.মি
গ. ২০ কি.মি
ঘ. ২৮ কি.মি
উত্তর : ক. ১৫ কি.মি
৭৮.১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
ক. ৮৫
খ. ৯৮
গ. ৯৯
ঘ. ১২১
উত্তর : গ. ৯৯
৭৯.ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
ক. ২৫.৫ টাকা
খ. ২৫.৯৩ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ২৭ টাকা
উত্তর : খ. ২৫.৯৩ টাকা
৮০.১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত ?
ক. ৬৪
খ. ৬০
গ. ৫০
ঘ. ৬২
উত্তর : ক. ৬৪
৮১.২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
ক. ২০°
খ. ২২.৫°
গ. ২৩°
ঘ. ২৩.৫ °
উত্তর : খ. ২২.৫°
৮২.একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
ক. n/√2-1
খ. n+√2
গ. √2n
ঘ. √2(n+1)
উত্তর : ক. n/√2-1
৮৩.একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তর : খ. ৩ জন
৮৪.একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
ক. ১৮৭৫ ফুট
খ. ১৯৭৫ ফুট
গ. ১৯২৫ ফুট
ঘ. ২০১৫ ফুট
উত্তর : গ. ১৯২৫ ফুট
৮৫.সমুদ্র স্রোতের অন্য তম কারণ –
ক.সমুদ্রের ঘূর্ণিঝড়
খ. বায়ু প্রবাহের প্রভাব
গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তার তম্য
ঘ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
উত্তর : খ. বায়ু প্রবাহের প্রভাব
৮৬.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
ক. লেন্সের কাজ করে
খ. আতশী কাচের কাজ করে
গ. দর্পনের কাজ করে
ঘ. প্রিজমের কাজ করে
উত্তর : ঘ. প্রিজমের কাজ করে
৮৭.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তর : গ. একই হয়
৮৮.সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
ক. ক্যাপাসিটর
খ. জেনারেটর
গ. ষ্টোরেজ ব্যাটারি
ঘ. ট্রান্সফরমার
উত্তর : গ. ষ্টোরেজ ব্যাটারি
৮৯.মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
ক. ২৫ জোড়া
খ. ২৬ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৪ জোড়া
উত্তর : গ. ২৩ জোড়া
৯০.মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খ. খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়
গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
ঘ. ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
উত্তর : ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
৯১.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
ক. হাইড্রোজেন গ্যাস
খ. মিথেন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. নাইট্রোজেন গ্যাস
উত্তর : খ. মিথেন
৯২.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো –
ক. শাজি মাটি
খ. চুনাপাথর
গ. জিপশাম
ঘ. বালি
উত্তর : ঘ. বালি
৯৩.কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
ক. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
খ. তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তর : গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
৯৪.মৌলিক পর্দাথের ক্ষুদ্র তম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় –
ক. অণু
খ. পরমাণু
গ. ইলেকট্রন
ঘ. প্রোটেন
উত্তর : খ. পরমাণু
৯৫.কাজ করার সামর্থ্যকে বলে –
ক. শক্তি
খ. ক্ষমতা
গ. কাজ
ঘ. বল
উত্তর : ক. শক্তি
৯৬.এক মিটার কত ইঞ্চি?
ক. ১৭.৩৯ ইঞ্চি
খ. ৩৮.৫৫ ইঞ্চি
গ. ৩৯.৩৭ ইঞ্চি
ঘ. ৩৯.৪৭ ইঞ্চি
উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি
৯৭.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
ক. কীটপতঙ্গের
খ. ফুলে ফলে সংস্পর্শে
গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
ঘ. পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
উত্তর : গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
৯৮.সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ
ক. ৫ কিঃ মিঃ
খ. ১০ কিঃ মিঃ
গ. ১৭ কিঃ মিঃ
ঘ. ১০ নিউটন
উত্তর : ঘ. ১০ নিউটন
৯৯.সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্ তমান রয়েছে তা হেলো –
ক. ইরি ১
খ. ইরি ৮
গ. ইরি ৩
ঘ. ইরি ২০
উত্তর : খ. ইরি ৮
১০০.ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
ক. লোহাকে টেস্পারিং করা হয়েছে
খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ. সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
উত্তর : খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে