প্রাচীন বাংলার জনপদসমূহ PDF সহ

Share:


প্রাচীন বাংলার জনপদসমূহ


☞ প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোর নাম দেওয়া হয়েছিল – জনপদ।
☞ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম – পুণ্ড্র।
☞ বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র – মহাস্থানগড়।
☞ প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত – মহাস্থানগড়।
☞ মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল – পুণ্ড্রনগর।
☞ বাংলাদেশে প্রাচীন লিপি পাওয়া যায় – পুন্ড্র জনপদে পাথরের চাকতিতে খোদাই করা লিপি থেকে।
☞ বরেন্দ্র বলতে বোঝায় – উত্তরবঙ্গকে।


☞ হিউয়েন সাঙের বিবরণ অনুসারে কামরূপ ছিল – সমতট জনপদ।
☞ রাঢ় জনপদের লোকের প্রকৃতি – অত্যন্ত নিষ্ঠুর ও রূঢ়।
☞ ‘গঙ্গারিডই’ নামক প্রাচীন শক্তিশালী রাজ্যটি অবস্থিত – গঙ্গা নদীর তীরে।
☞ গৌড়ের রাজধানী – কর্ণসুবর্ণ।
☞ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল – বঙ্গ।
☞ প্রাচীনকালে এদেশের নাম ছিল – বঙ্গ।
☞ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল – বঙ্গ।
☞ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত – বরেন্দ্রভূমি।
☞ প্রাচীন গৌড় নগরীর যে অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত – চাঁপাইনবাবগঞ্জ।
☞ গৌড়ের স্বাধীন নরপতি শশাঙ্কের রাজধানী ছিল – কর্ণসুবর্ণ।
☞ মহাস্থানগড় যে বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন – মৌর্য।
☞ প্রাচীন বাংলার যে এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো – মুর্শিদাবাদ।
☞ বর্তমান বাংলাদেশের যে অংশকে সমতট বলা হতো – কুমিল্লা ও নোয়াখালী।



☞ বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো – হরিকেল।
☞ যে শতকে বঙ্গ ও গৌড় নামে দুইটি স্বাধীন জনপদের উদ্ভব হয় – ষষ্ঠ।
☞ প্রাচীন বাংলায় যে অঞ্চল বাংলার পূর্বাংশে অবস্থিত ছিল – হরিকেল।
☞ চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম – হরিকেল।
☞ সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্ভুক্ত – হরিকেল।
☞ প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা – চট্টগ্রাম।
☞ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত – বর্ধমান।
☞ সমগোত্রীয় শহর – শ্রীহট্ট, বিক্রমপুর, জাহাঙ্গীরনগর।

Download link


Leave a Comment