ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Share:
  1. চলিত ভাষা কি নামে পরিচিত মৌখিক ভাষা
  2. বাংলা ভাষার রূপ কয়টি- ২টি (লেখ্যবূপ ও কথ্যরূপ)
  3. বাংলা চলিত রীতির প্রবর্তক কে- প্রমথ চৌধুরী
  4. কোন পত্রিকাকে চলিত রীতির মুখপাত্র বলা হয়- সবুজপত্র, (সম্পাদক-প্রমথ চৌধুরী, ১৯১৪)
  5. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি- সাধু ও চলিত
  6. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
  7. সাধু ভাষার প্রয়ােগ সর্বপ্রথম কে করেন। রামমােহন রায়, (বেদান্ত গ্রন্থে ১৮১৫ সালে)
  8. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন। রাজা রামমােহন রায়
  9. ক্রিয়াপদ- কখনাে কখনাে বাক্যে উহ্য থাকতে পারে
  10. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযােগী- নাটকের সংলাপে
  11. পৃথিবীর আদি ভাষা গােষ্ঠীর নাম- ইন্দো ইউরোেপিয়ান
  12. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন- শ্রীকৃষ্ণ কীর্তন
  13. ব্যাকরণের কাজ কি- ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা আবিষ্কার করা
  14. বাংলায় শব্দ গঠনে কত প্রকার প্রত্যয় ব্যবহৃত হয়- ৩
  15. ব্যাকরণের আলােচ্য বিষয়- ৪টি (ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপত্ত্ব, বাক্যত্ত্ব, অর্থত্ত্ব)
  16. বাংলা শব্দতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে- রবীন্দ্রনাথ ঠাকুর
  17. শব্দের মূল একক- ধ্বনি
  18. গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়- ১৮৩৩ (লেখক-রাজা রামমােহন, প্রথম ব্যাকরণ)
  19. ডঃ মুহম্মদ শহিদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব- গৌড়ীয় প্রাকৃত থেকে
  20. সাধ ভাষার শব্দে ঙ্গ এর স্থলে চলিত ভাষায় ব্যবহৃত হয়- ঙ
  21. কোন বাক্যটি গুরুচন্ডালী দোষমুক্ত- সে এখন স্কুলে যাবে
  22. চলিত ভাষার রীতির ক্ষেত্রে উপযুক্ত- পরিবর্তনশীল
  23. পার হইয়া এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে হবে- পেরিয়ে
  24. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়- সাধু ভাষায়
  25. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি- বি+আ+ কৃ+অন
  26. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলােচিত হয়- অর্থতত্তব
  27. পাণিনি কে ছিলেন- বৈয়াকরণিক
  28. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন- এনবি হ্যালহেড
  29. প্রয়ােগ শব্দটি কিভাবে গঠিত- প্রযুজ (যােগ্য করা) + ঘঞ
  30. ণত বিধি সাধারণত কোন শব্দে প্রযাজ্য- তৎসম
  31. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ- প্রত্যয়জনিত
  32. নারীকে সম্বােধনের ক্ষেত্রে প্রযােজ্য- শ্রদ্ধাস্পদাসু
  33. বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় না- ষ।
  34. অতৎসম শব্দে ব্যবহার হয় না-ণ

Leave a Comment