আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ

Share:
আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ


# শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কী?
উত্তরঃ শ্রী জয়বর্ধনপুর কোট্টে

# জাতিসংঘের ‘ওশান সমম্মেলন -২০২২’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ লিসবন (পর্তুগাল)

# ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

# বর্তমান জার্মানির মুদ্রা ওয়েসমার্ক’ এর পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ রেইচমার্ক

# মৃত্যের সৎকারের জন্য ‘চিলঘর’ ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
উত্তরঃ জোরোস্ট্রীয়

# ‘আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ( IRENA) এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ১৬৭টি (সর্বশেষ সদস্য- সান মেরিনো)

# ‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া

# প্রথম বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দল অংশগ্রহণ করে?

উত্তরঃ ১৩টি (১৯৩০)

# ‘পার্টনারস ইন দ্য ব্লু প্যাসিফিক’ এর সদস্য সংখ্যা কয়টি?

উত্তরঃ ৫টি


# আর্মেনিয়া ও আজারবাইজান কোন ভূ খন্ড নিয়ে সংঘর্ষে লিপ্ত?
উত্তরঃ নাগার্নো- কারা বাখ

# বাংলাদেশ কত সালে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ পরিকল্পনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়?
উত্তরঃ ২০১৬ সালে

# ‘পোড়ামাটির সেনাবাহিনী ( Terracotta Army) কোন দেশের প্রত্নবস্তু?

উত্তরঃ চীন

# সুইস ব্যাংকিং আইনের ধারাটি বিশ্বব্যাপী কী নামে পরিচিত?
উত্তরঃ আর্টিকেল -৪৭

# কত সালে ‘দ্য গ্রান্ড কাউন্সিল অব জেনেভা প্রথম ব্যাংক গোপনীয়তা আইন প্রণয়ন করেছিল?
উত্তরঃ ১৭১৩ সালে

# কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে?
উত্তরঃ ৯০ দিন

# বিশ্বের প্রাচীনতম পতাকা কোনটি, যা আজও ব্যবহৃত হচ্ছে?

উত্তরঃ ডেনব্রুেগ (ডেনমার্ক)

# মাইকেল মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২৯ জুন, ১৮৭৩।

# ক্রিস্টোফার কলম্বাস কত সালে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?

উত্তর: ১৪৯২ সালে।

# ‘বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)’-এর বর্তমান সদস্য সংখ্যা কতটি?

উত্তর: ১৮৭ (সর্বশেষ সদস্য- নাউরু)।

# ‘ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সী ফর অ্যাসাইলাম (EUAA)’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ভালেটে, মাল্টা।

# কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন কে?

উত্তর: ড. স্টিবিজ

# ফুটবল খেলায় ব্যবহৃত ‘VAR’ এর পূর্ণরূপ কী?
উত্তর: Video Assistant Referee.

# তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

উত্তর: কুক প্রণালি।

# ‘জি-৭ সম্মেলন-২০২২’ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: জার্মানি (৪৮তম)

# ‘I Have a Dream’ শীর্ষক বিখ্যাত ভাষণটি কে দেন?

উত্তর: মার্টিন লুথার কিং।

# বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?

উত্তর: নাউরু

# ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)’ এর বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক) কে?

উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা (বুলগেরিয়া)।

# সম্পূর্ণ বাংলায় দেশের সর্বপ্রথম ব্রাউজার কোনটি?

উত্তরঃ দুরন্ত।


Leave a Comment