পদ্মা সেতু নিয়ে A2Z প্রশ্নোত্তর PDF সহ

Share:
পদ্মা সেতু নিয়ে A2Z প্রশ্নোত্তর PDF সহ

পদ্মা সেতু নিয়ে A2Z প্রশ্নোত্তর PDF সহ

এক নজরে পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন:


# পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু।

#পদ্মা সেতুর দৈঘ্য কত?

উত্তরঃ ৬.১৫ কি.মি.।

# পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তরঃ দুই প্রান্তে ১৪ কি.মি.।

# পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তরঃ ৩৮৩ ফুট।

# পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট।

# পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তরঃ ৪২ টি।

# পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

# পদ্মা সেতুর নির্মাণ কাজ কর শুরু হয় কবে থেকে?

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে।

#পদ্মা কত টি জেলার সাথে সংযোগ হয়েছে?

উত্তরঃ ২১ টি জেলা।

# পদ্মা সেতু পিলার সংখ্যা কতটি?

উত্তরঃ ৪২ টি।

# পদ্মা সেতুর স্প্যান কতটি?

উত্তরঃ ৪১ টি।

# ৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০।

# ৪১ তম স্প্যান বসানো কত নং পিলারের উপর?
উত্তরঃ ১২-১৩ নং

# পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে কত?

উত্তরঃ ১.২%

# পদ্মা সেতু কোন মন্ত্রালয়ে কাজ করে?

উত্তরঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়।


# পদ্মা সেতু নির্মান কাজ শেষ হবে কত তারিখে?

উত্তরঃ ১৬ ডিসেম্বর ২০২২।
# পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।

# পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?

উত্তরঃ ২৬৪ টি।

# পদ্মা সেতুর পরিচালক কে?

উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম।

# সবগুলো স্প্যান বসাতে সময় লাগে মোট?

উত্তরঃ ৩৮ মাস।

# পদ্মা সেতুর বিশ্বের কততম সেতু?
উত্তরঃ ১১ তম।

# পদ্মা সেতুর ডিজাইনার কে?
উত্তরঃ AECOM

# পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তরঃ রিখটার স্কেল ৯।

# পদ্মা সেতু প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তরঃ ৩১৪০ টন।

# পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?

উত্তরঃ ৩ টি জেলা নিয়ে। (মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর।)

# কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে?
উত্তরঃ ২৫ জুন ২০২২।



[ PDF Download ]

Leave a Comment