জনশুমারি ও গৃহগণনা ২০২২ সম্পর্কিত A2Z তথ্য PDF সহ

Share:

জনশুমারি ও গৃহগণনা ২০২২ সম্পর্কিত A2Z তথ্য PDF সহ

শুমারির তারিখ:

১৫-২১ জুন, ২০22

(তবে বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলের জেলায় ২৮ জুন পর্যন্ত চলে)

প্রতিপাদ্য:

“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’

মোট জনসংখ্যা:

১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন

পুরুষঃ ৮, ১৭,১২,৮২৪ জন (৪৯.৫%) মহিলা ঃ ৮,৩৩,৪৭,২০৬ জন (৫০%)

হিজড়া: ১২,৬২৯ জন (গত ১১ বছরে বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন)

গ্রামে বাস করেন:

১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন

শহরে বাস করেন:

পাঁচ কোটি ২০ লাখ নয় হাজার ৭২ জন

ঢাকা বিভাগে বসবাস করে:

৪ কোটি ৪০ লাখ মানুষ (এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার

১.৯৪%)

চট্টগ্রামে বাস করছেন:

৩ কোটি ৩২ লাখ

রাজশাহীতে বাস করছেন:

২ কোটি ৩ লাখ

বরিশাল বিভাগে বসবাস করছেন (সর্বনিম্ন): ৯১ লাখ মানুষ

পুরুষ-নারীর অনুপাত:

৯৮: ১০০

জনসংখ্যা বৃদ্ধির হার:

1.22%

জনসংখ্যার ঘনত্ব:

১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)

ধর্মভিত্তিক জনসংখ্যা:

মুসলিম (৯১.৪%), হিন্দু (৭.৯৫%), বৌদ্ধ (০.৬১% ),

খ্রিস্টান (০.৩০%), অন্যান্য (০.১২%)

স্বাক্ষরতার হার:

৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬% নারী: ৭২.৮২%) 

শহর এলাকায় মোট স্বাক্ষরতার হার

৮১.২৮% (পুরুষ : ৮৩.১৮% নারী: ৭৯.৩০%; হিজড়া

55.28%)

স্বাক্ষরতার সর্বোচ্চ হার

ঢাকা বিভাগে; ৭৮.০৯ শতাংশ

স্বাক্ষরতার সর্বনিম্ন হার
ময়মনসিংহ বিভাগে; ৬৭.০৯ শতাংশ

পাঁচ বছরের ঊর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারী

৫৫ দশমিক ৮৯ শতাংশ

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

মোট জনসংখ্যার ৩০ দশমিক ৬৮ শতাংশ

খানার সংখ্যা:

৪ কোটি ১০ লাখ

খানা প্রতি গড় সদস্য:

৪ জন

প্রতিবন্ধিতার হার:

১ দশমিক ৪৩ শতাংশ

১০ থেকে তার বেশি বয়সী মানুষের মধ্যে

২৮ শতাংশ অবিবাহিত ও ৬৫ শতাংশ বিবাহিত

জনশুমারি ও গৃহগণনা ২০২২ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করে নিন

[ Download PDF ]

Leave a Comment