বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর PDF সহ
১. প্রশ্ন : দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?
উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।
২. প্রশ্ন : কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার?
উত্তর : ব্রিটিশ সরকার।
৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?
উত্তর : ৩ ধরনের।
৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে?
উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।
৫. প্রশ্ন : কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?
উত্তর : ন্যারোগেজ।
৬. প্রশ্ন : দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?
উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।
৭. প্রশ্ন : ন্যারোগেজ লাইন কোথায় ছিল?
উত্তর : খুলনা ও বাগেরহাটে।
৮. প্রশ্ন : বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।
৯. প্রশ্ন : আন্তঃনগর ট্রেন চালু হয় কবে?
উত্তর : ১৯৮৬ সালে।
১০. প্রশ্ন : ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে?
উত্তর : ১৯৯১ সালে।
১১. প্রশ্ন : দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী?
উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।
১২. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়?
উত্তর : ১৯৯৮ সালে।
১৩. প্রশ্ন : রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি?
উত্তর : কুষ্টিয়া।
১৪. প্রশ্ন : কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়?
উত্তর : ১৮৬৪ সালে।
১৫. প্রশ্ন : ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?
উত্তর : রেলওয়ে।
১৬. প্রশ্ন : রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?
উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।
১৭. প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।
১৮. প্রশ্ন : দেশে কতগুলো রেল যান আছে?
উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।
১৯. প্রশ্ন : রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত?
উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।
২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?
উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।
২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?
উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।
২১. প্রশ্ন : বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়?
উত্তর : ১৮০১ সালে।
২২. প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি?
উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।
২৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : ২টি।
২৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে?
উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।
২৫. প্রশ্ন : পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : চট্টগ্রাম।
২৬. প্রশ্ন : পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়?
উত্তর : রাজশাহী।
২৭. প্রশ্ন : রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়?
উত্তর : ঢাকা।
২৮. প্রশ্ন : দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।
২৯. প্রশ্ন : রেলপথের ব্রডগেজ কত?
উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।
৩০. প্রশ্ন : রেলপথের ডুয়েলগেজ কত?
উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।
৩১. প্রশ্ন : রেলপথের মিটারগেজ কত?
উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।
৩২. প্রশ্ন : বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত?
উত্তর : ৪৮৯টি।
৩৩. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি?
উত্তর : ১৫২টি।
৩৪. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি?
উত্তর : ৩৩৭টি।
৩৫. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী?
উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।
৩৬. প্রশ্ন : দেশে রেল পুলিশ থানা কতটি?
উত্তর : ২১টি।
৩৭. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু?
উত্তর : রেলসেতু।
৩৮. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়?
উত্তর : ১৯১৫ সালে।
৩৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন?
উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।
৪০. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে?
উত্তর : ২১ জানুয়ারি
মেট্রোরেল নিয়ে প্রশ্নোত্তর
# ঢাকা মেট্রো কি নামে পরিচিত?
উত্তর ঢাকা মেট্রো ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত।
# মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?
উত্তর: 2013 সালে
# কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়।
উত্তর: 2016 সালে
# কত সালে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।
উত্তর: ২০১৬ সালের ২৬ জুন
# কত সালে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে?
উত্তর: ২০১২ সালের ১৮ ডিসেম্বর
# প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার
# এ প্রকল্পের মোট ব্যয় কত ?
উত্তরঃ ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা।
# প্রকল্প সহায়তা হিসেবে জাইকা কত টাকা দেবে?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।
# উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু’দিক থেকে ঘণ্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব হবে?
উত্তরঃ ৬০ হাজার
# এমআরটি-৬ এর চূড়ান্ত রুট কি কি?
উত্তরঃ উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।
# এ রুটের স্টেশন কয়টি?
উত্তরঃ ১৬টি
# এ রুটের স্টেশন কি কি ?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
# ট্রেন চালানোর জন্য ঘণ্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট
# বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি?
উত্তরঃ পাঁচটি
# এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ?
উত্তরঃ ২০১৬ সালের ২৬ জুন।
# মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।
# মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোন জায়গা থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।
# মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।
# মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।
# মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত?
উত্তরঃ ১ লক্ষ ৮ শত পার ডে।
# মেট্রোরেলের প্রকল্প বাজেট কত?
উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার
# মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা
# মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।
# মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।
# মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
# মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।
এই সম্পর্কিত আরো কিছু PDF ফাইল……
রেলওয়ে নিয়োগ পরীক্ষার ১০ সেট প্রশ্ন সমাধান ( ব্যাখ্যাসহ ) PDF ফাইল
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সহায়িকা ( সম্পূর্ণ ) PDF
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সাজেশন PDF ফাইল
বাংলাদেশ রেলওয়ে বিগত ১০ বছরের প্রশ্ন সমাধান PDF ফাইল