Daily আপডেট GK ২২ ডিসেম্বর ২০২৩

Share:

# বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় কত সালে?

উত্তর: ১৯৯৮ সালে (বাংলাদেশে প্রথম মেহেরপুরে ২০০১ সালে)।

# বর্তমানে দেশে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আছে কতটি?

উত্তর: ৮২টি।

# বাংলাদেশ থেকে গত ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববাজারে কত বিলিয়নের বেশি রপ্তানি হয়েছে?

উত্তর: ৫৫ বিলিয়ন ডলার।

# বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?

উত্তর: অধ্যাপক খালেদা একরাম।

# এনবিআর কর্তৃক কয়টি প্রতিষ্ঠানকে দেশসেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়েছে?

উত্তর: ৯টি প্রতিষ্ঠানকে।

# ইপিজেডভুক্ত শ্রমিকদের নতুন নির্ধারিত ন্যূনতম মজুরি কত?

উত্তর: ১২,৮০০ টাকা।

# আইসিসির মাসসেরা মহিলা খেলোয়ার নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: নাহিদা আক্তার।

# জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন কবে থেকে শুরু হয়?

উত্তর: ১১ ডিসেম্বর ২০০৩

# বর্তমানে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: জেভিয়ার মিল।

# শান্তিতে নোবেল পুরস্কার ২০২৩ পেয়েছেন কে?

উত্তর: নার্গিস মোহাম্মদী।

# বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর: ১১১৯ জন (প্রতি বর্গ কি.মি.)

# WHO-এর তথ্যমতে, বর্তমানে করোনার কোন উপধরণটি বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে?<

উত্তর: জেএন.১।

# চলতি ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাজ্যে কী পরিমাণ পোশাক রপ্তানি বেড়েছে? উত্তর: ১৪.৬১ শতাংশ।

# ২০২৩ সালে জিআইজেএন-এর সেরা অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের কতটি স্থান পেয়েছে?

উত্তর: ৮ টি।

# সম্প্রতি কোন ব্যাংক থেকে বঙ্গবন্ধুর নামে থাকা শেয়ার পেলেন তাঁর দুই কন্যা?

উত্তর: উত্তরা ব্যাংক।

# বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী বছর কোনটি?

উত্তর: ২০২৪ সাল। (বাংলাদেশসহ বিশ্বের ৭৮টি দেশে হবে জাতীয় নির্বাচন, ভোট দেবেন বিশ্বের ৪২০ কোটির বেশি মানুষ)।

# কতটি দেশ নিয়ে লোহিত সাগরে জাহাজ নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্র নৌজোট গঠন করেছে?
উত্তর: ১০ টি।

# উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হিসেবে স্বীকৃত?

উত্তর: ২১ ডিসেম্বর।

Leave a Comment