# সম্প্রতি বাংলাদেশকে বিমানবন্দরের সম্প্রসারণে ৫২ কোটি ডলার দেবে কোন দেশ?
উত্তর: জাপান।
# সম্প্রতি ইউক্রেনকে ১৮টি ‘এফ-১৬’ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: নেদারল্যান্ডস।
# পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের নাম কী?
উত্তর: In search of Lost Time. (লেখক: ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুষ)
# ‘প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ বইয়ের লেখক কে?
উত্তর: স্যার আইজাক নিউটন।
# ২০২৬ ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ৪৮টি।
# সৌরজগতে জীবাশ্মের খোঁজে নাসার প্রেরিত মহাকাশযানের নাম কী?
উত্তর: Lucy (লুসি)।
# ব্রুনাইয়ের আইনসভার নাম কী?
উত্তর: শূরাহ পরিষদ।
# বেলজিয়ামের কোম্পানি ‘TES’ ২০২৮ সালের মধ্যে বছরে কী পরিমাণ হাইড্রোজেন উৎপাদন করবে?
উত্তর: ৭০,০০০ টন।
# সম্প্রতি কোন দেশ অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?
উত্তর: জাপান।
# বাংলাদেশের বিমানবন্দর সম্প্রসারণে ৫২ কোটি ডলার দেবে কোন দেশ?
উত্তর: জাপান।
# ইউক্রেনকে ১৮টি এফ১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: নেদারল্যান্ড।
# সৌরজগতে জীবাশ্মের খোঁজে প্রেরিত নাসার মহাকাশযানের নাম কী?
উত্তর: Lucy.
# জাপানের শান্তির সংবিধান কত সালে করা হয়?
উত্তর: ১৯৪৭ সালে।
# লোহিত সাগরে হামলার শিকার তেলবাহী ট্যাংকারের নাম কী?
উত্তর: এমভি সাইবাবা।
# ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়জক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এর স্থপতি কে?
উত্তর: মাজহারুল ইসলাম।