Daily আপডেট GK ২৬ ডিসেম্বর ২০২৩

Share:

# বড়দিন উপলক্ষে বিভিন্ন কারাগারের ১ হাজারের বন্দী মুক্তি দিয়েছে কোন দেশ?
উত্তর: শ্রীলঙ্কা।

# ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দল তিন সংস্করণ মিলে মোট ম্যাচ খেলেবে –

উত্তর: ৫০টি ম্যাচ।

# বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শীর্ষ স্থানে অবস্থান করছে –

উত্তর: ঢাকা।

# চলতি অর্থবছরে এনবিআর (NBR) এর রাজস্ব আদায়ের লক্ষ্য কত কোটি টাকা?

উত্তর: ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

# সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?

উত্তর: নাইজেরিয়া।

# এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী?

উত্তর: বাব এল মান্দেব প্রণালী।

# গ্লোবাল শিপিং জায়ান্ট মায়েরস্ক কোন দেশ ভিত্তিক কোম্পানি?

উত্তর: ডেনমার্ক ভিত্তিক।

# পৃথিবীর প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভুটান।

# বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?

উত্তর: জাপান।

# বায়তুল মোকাররম মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় কতসালে?
উত্তর: ১৯৬৮ সালে।

# ‘কুলীন-কুল-সর্বস্ব’ নাটকটির রচয়িতা কে?

উত্তর: রামনারায়ণ তর্করত্ন। (জন্ম: ২৬ ডিসেম্বর ১৮২২)।

# গণপ্রজাতন্ত্রী চীনের ‘জাতির জনক’ বলা হয় কাকে?

উত্তর: মাও সে তুং। (জন্ম: ২৬ ডিসেম্বর ১৮৯৩)।

# এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কত সালে?

উত্তর: ১৯৫৩ সালে।

# পৃথিবীর প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভুটান।

# সম্প্রতি অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্বের কোন দেশ?

উত্তর: জাপান।

# বড়দিন উপলক্ষে বিভিন্ন কারাগারের ১ হাজারের বেশি বন্দী মুক্তি দিয়েছে কোন দেশ?

উত্তর: শ্রীলঙ্কা।

# কত সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯১৯ সালে।

# ইংরেজ গণিতবিদ এবং কম্পিউটারের জনক হিসাবে খ্যাত চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন-

উত্তর: ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর।

Leave a Comment