# হেনলি পাসপোর্ট ইনডেক্সে, শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
উত্তর: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান সিঙ্গাপুর ও স্পেনের।
# হেনলি পাসপোর্ট ইনডেক্সে, বাংলাদেশের পাসপোর্ট এর অবস্থান কততম?
উত্তর: ৯৭তম।
# সম্প্রতি কোন দেশ ‘এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়ন’ (ACU) থেকে বাদ পড়েছে?
উত্তর: শ্রীলংকা।
# জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত নির্বাহি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন কোন কোন সংস্থায়?
উত্তর: UNDP/UNFPO/UNOPS
# জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ কত?
উত্তর: ৫০০ কোটি ডলার।
# বর্তমানে BRRI কর্তৃক উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?
উত্তর: ১১৫টি।
# মহামারির পর বিশ্ববাণিজ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হবে কতসালে?
উত্তর: ২০২৪ সালে।
# EIU এর তথ্যানুয়ায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর।
# তাইওয়ানের আকাশসীমায় চীন কর্তৃক প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: আইনস্টাইন প্রোব।
# জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ কত?
উত্তর: ৫০০ কোটি ডলার।
# ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’ এর খানা আয় ও ব্যয়ের জরিপ অনুসারে বর্তমানে বাংলাদেশের কত শতাংশ পরিবার ঋণগ্রস্ত?
উত্তর: 37 শতাংশ।
# দেশা পরিশোদে ব্যর্থ হওয়ায় সম্প্রতি কোন দেশ ‘এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) থেকে বাদ পড়েছে?
উত্তর: শ্রীলংকা।
# কে ১৭ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার প্রস্তাব করেন?
উত্তর: লেখিকা নীলিমা ইব্রাহিম। (জন্ম: ১৯২১ সালের ১১ জানুয়ারি)।
# মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এবং ‘হাঙর নদী গ্রেনেড’ এর পরিচালক কে?
উত্তর: চাষী নজরুল ইসলাম। (মৃত্যুঃ ১১ জানুয়ারি, ২০১৫)
# বর্তমানে BRRI কর্তৃক উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?
উত্তর: ১১৫ টি।
# জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
উত্তর: ১৯৪৬ সালের ১০ জানুয়ারি।
# মহামারির পর বিশ্ববাণিজ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হবে কত সালে?
উত্তর: ২০২৪ (সূত্র:বিশ্বব্যাংক)।
# EIU’র তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর।
# ফান্সের নতুন প্রধানমন্ত্রির নাম কী?
উত্তর: গ্যাব্রিয়েল আতাল।