Daily আপডেট GK ১২ জানুয়ারি ২০২৪

Share:

# লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে ২০২৪ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৯৭তম।

# ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন কোন দেশের?

উত্তর: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স

# বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ডিসেম্বর মাসে বিশ্বে করোনায় কতজন মানুষের মৃত্যু হয়েছে?

উত্তর: অন্তত ১০ হাজার।

# গাড়ি রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন। [রিপোর্ট: চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ)]

# কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয়?

উত্তর: রুয়ান্ডা।

# ‘আইনস্টাইন প্রোব’ কী?

উত্তর: ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) রহস্য উন্মোচনের জন্য চীন কর্তৃক মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম।

# ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোনটি?
উত্তর: জ্বালানিসংকট।

# ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে মাথাপিছু কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন?

উত্তর: ৪০০ ডলার।

# জাতিসংঘের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল কত শতাংশ?

উত্তরঃ ৬ শতাংশ।

# রাজতান্ত্রিক দেশ ভুটানের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়েছেন কে?

উত্তরঃ শেরিং তোবগে।

# চীন কর্তৃক মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহ ‘আইনস্টাইন প্রোব’ এর আকৃতি কীসের ন্যায়?

উত্তরঃ ফুটন্ত পদ্মফুলের ন্যায়।

# মহামারির পর বিশ্ববাণিজ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হবে কতসালে?

উত্তরঃ ২০২৪ সালে।

# পর্যটননির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপের মোট প্রবৃদ্ধিতে পর্যটনের অবদান কত শতাংশ?

উত্তরঃ ২৮ শতাংশ।

# বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তরঃ চীন (বাংলাদেশের অবস্থান তৃতীয়)।

# গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)’-এ মামলা করেছিল কোন দেশ?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

# সম্প্রতি ব্ল্যাক হোলের (কৃষ্ণগহ্বর) রহস্য উন্মোচনের জন্য চীন কর্তৃক মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কী?

উত্তরঃ আইনস্টাইন প্রোব।

# হেনলি পাসপোর্ট ইনডেক্সে, বাংলাদেশের পাসপোর্ট এর অবস্থান কততম?

উত্তরঃ ৯৭তম।

# EIU’র তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

উত্তরঃ সিঙ্গাপুর।

# “গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস” শীর্ষক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করেছে-

উত্তরঃ বিশ্ব ব্যাংক।

# ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার মামলার শুনানি হচ্ছে কত তারিখে?

উত্তরঃ ১১ জানুয়ারি, ২০২৪। আন্তর্জাতিক বিচার আদালতে।

# সম্প্রতি কোন দেশ ‘এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়ন’ (ACU) থেকে বাদ পড়েছে?

উত্তরঃ শ্রীলংকা।

# হেনলি পাসপোর্ট ইনডেক্সে, শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

উত্তরঃ ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান সিঙ্গাপুর ও স্পেনের।

# মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে কত কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ নির্মাণ করা হয়েছে?

উত্তরঃ ১৪ কি. মি.।

# দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভার সদস্য কতজন?

উত্তরঃ ৩৭ জন

Leave a Comment