Daily আপডেট GK ১৩ জানুয়ারি ২০২৪

Share:

# বাংলাদেশের কতজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছে?

উত্তর: প্রায় ৮০ লাখ গ্রাহক।

# যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মানবদেহে পরীক্ষাকৃত নিপাহ ভাইরাসের টিকার নাম কী?

উত্তর: চ্যাডোক্স-১ নিপাহ বি।

# গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোন দেশ?

উত্তর: দক্ষিণ আফ্রিকা।

# হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি কোন সনদ অর্জন করেছে?

উত্তর: ISAGO

# ফোর্বস ম্যাগাজিন বিশ্ব রাজনীতিতে নবম শক্তিশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে কাকে?

উত্তর: শেখ হাসিনাকে।

# কক্সবাজার ও টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ৮০ কিলোমিটার।

# বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে কোন জেলায়?

উত্তর: মেহেরপুর জেলায় (২০০১)।

# ‘আফ্রিকা কাপ অব নেশনস-২০২৩’ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?

উত্তর: আইভরিকোস্ট (৩৪তম)।

# ‘ইরনা’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম?

উত্তর: ইরান।

# কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?

উত্তর: ৮০ কিলোমিটার।

# বিশ্বব্যাংকের মতে, ‘সুশাসন’ ধারণাটি প্রধানত কয়টি স্তম্ভের উপর নির্ভরশীল?

উত্তর: ৪ টি। (স্বচ্ছতা, দায়িত্বশীলতা, অংশগ্রহণ ও আইনি কাঠামো)

# পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?

উত্তর: সুপিরিয়র হ্রদ।

#’ইরনা’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম?

উত্তর: ইরান।

# আটলান্টিক মহাসাগরের কোন চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করেছে?

উত্তর: ইংলিশ চ্যানেল।

# বর্তমানে বাংলাদেশের কতজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছে?

উত্তর: প্রায় ৮০ লাখ গ্রাহক।

# সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে পরীক্ষাকৃত নিপাহ ভাইরাসের টিকার নাম কী?

উত্তর: ‘চ্যাডোক্স ১ নিপাহ বি’।

# সর্বপ্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয় কোন দেশে?

উত্তর: মালয়েশিয়ায় (১৯৯৮ সালে)।

# লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন ‘Prosperity Guardian’ লঞ্চ করেছে কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

# ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হতে যাওয়া নতুন আন্তঃনগর ট্রেনটির নাম কী?

উত্তর: পর্যটক এক্সপ্রেস। (চালু হবে ৩০ জানুয়ারি)

# বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রবাসী আয়ে গত ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে কত শতাংশ?

উত্তর: ৩ শতাংশ।

# আগামী ২৮ জানুয়ারি, ২০২৪ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় “বাংলাদেশ প্যাভিলিয়ন” সাজানো হবে-

উত্তর: রিকশাচিত্রশিল্পীদের অলঙ্করণে।

# ২০২৩ সালে মোট কী পরিমাণ প্রবাসী আয় এসেছে?

উত্তর: ২০৯০ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদের মধ্যে দার্শনিক কে?

উত্তর: গোবিন্দচন্দ দেব।

Leave a Comment