# বাংলাদেশে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম কী?
উত্তর: জেএন.১।
# মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯ জানুয়ারি, ১৯২৬। (প্রধান সংগঠক: ড. মুহম্মদ শহীদুল্লাহ)
# ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা কত?
উত্তর: ৯ লাখ ৭০ হাজার।
# ২০২৩ সালের চামড়া পণ্যের বৈশ্বিক বাজারমূল্য কত ছিল?
উত্তর: ৪৬৮ বিলিয়ন ডলার (সূত্র: বিজনেস ইনসাইটস)
# ‘কুলীন-কূল-সর্বস্ব’ নাটকের রচয়িতা কে?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন। (মৃত্যু: ১৯ জানুয়ারি, ১৮৮৬)
# বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: জেমস ওয়াট। (জন্ম: ১৯ জানুয়ারি, ১৭৩৬)
# সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর: অগাস্ট কোঁৎ। (জন্ম: ১৯ জানুয়ারি, ১৭৯৮)
# ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৯০০ কিলোমিটার।
# বিবিএসের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ চাল উৎপাদন হয়?
উত্তর: ৩ কোটি ৯১ লাখ টন।
# বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে?
উত্তর: ১২ ডিসেম্বর, ২০২৩
# বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১৯০টি দেশে।
# ইন্টারপোলের বর্তমান সদস্য কত?
উত্তর: ১৯৬টি।
# বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
উত্তর: জাপান।
# ২০২৩ সালে বিশ্বের কোন সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ন্ত্রণে আইন তৈরিতে একমত হয়?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।
# চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৩ সালের তথ্যানুযায়ী, চীনের জনসংখ্যা কত?
উত্তর: ১৪০ কোটি ৯০ লাখ। (আগের বছরের তুলনায় ২০.৮০ লাখ কম)
# ভারতের মনিপুর রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: ইম্ফল।