# চলতি অর্থবছরের প্রথমার্ধে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ১.৭২ শতাংশ।
# সম্প্রতি উত্তর কোরিয়া পানির তলদেশে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার নাম-
উত্তর: হাইল-৫-২৩।
# এখন পর্যন্ত কয়টি দেশ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পেরেছে?
উত্তর: ৪টি দেশ।
# ১৯তম ন্যাম (NAM) সম্মেলন-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: উগান্ডা।
# ন্যাটোর আয়োজন করতে যাওয়া সবচেয়ে বড় মহড়ার নাম কী?
উত্তর: স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪।
# ‘শহীদ আসাদ দিবসে’র পটভুমি কোন ঘটনাকে কেন্দ্র করে?
উত্তর: ৬৯ এর গণঅভ্যুত্থান।
# জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: জাক্সা।
# ২০২৩ সালে বাংলাদেশে কী পরিমাণে চা উৎপাদিত হয়েছে?
উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি।
# চালে সাধারণত কত ধরনের খনিজ উপাদান থাকে?
উত্তর: ৭ ধরনের।
# ১৯তম ন্যাম (NAM) সম্মেলন-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ উগান্ডা।
# ২০২৩ সালে মোট চা উৎপাদনের পরিমাণ-
উত্তরঃ ১০ কোটি ২৯ লাখ কেজি।
# চাঁদে নভোযান পাঠানোর মিশন ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম’ এর উদ্যোগে নিয়েছে-
উত্তরঃ জাপান।
# মালদ্বীপের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ মুসা জমির।
# ন্যাটোর আয়োজন করতে যাওয়া সবচেয়ে বড় মহড়ার নাম কী?
উত্তরঃ স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪।
# সম্প্রতি প্রকাশিত ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে’ শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তরঃ নরওয়ে
# বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেশি চা উৎপাদন হয়েছে-
উত্তরঃ ২০২৩ সালে।
# সম্প্রতি কোন দেশটি জাপান সাগরে ‘হাইল-৫-২৩’ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
উত্তরঃ উত্তর কোরিয়া।
# মালদ্বীপের বর্তমান সরকার মালদ্বীপ থেকে ভারতীয় সেনা অপসারণের ঘোষণা দেন-
উত্তরঃ ১৪ জানুয়ারি, ২০২৪।
# বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে একটি স্মারক ডাকটিকেট উন্মোচন করেছিল কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।
# ‘অপারেশন ওডিসি ডন’ কোন দেশে পরিচালনা করা হয়?
উত্তর: লিবিয়া।
# পাট পঁচানোর পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর: রিবন রেটিং।
# জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত নির্দিষ্ট করা আছে?
উত্তর: ১ : ৩০।
# ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৯০০ কিলোমিটার।
# কোন দেশ ‘সাগরবন্ধু’ হিসাবে পরিচিত?
উত্তর: অস্ট্রেলিয়া।