# অস্ট্রেলিয়া ওপেন টেনিসের পুরুষ একক চ্যাম্পিয়ন কে?
উত্তরঃ ইয়ানিক সিনার (ইতালি)।
# ইরানের উৎক্ষেপণ করা নতুন তিনটি স্যাটেলাইটের নাম হচ্ছে-
উত্তরঃ মাহদা, কেহান-২ ও হাতেফ।
# সম্প্রতি চীন কোন দেশের সাথে ভিসামুক্ত যাতায়াত চুক্তিতে সই করেছেন?
উত্তরঃ থাইল্যান্ড
# দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হয়েছেন কে?
উত্তরঃ জি এম কাদের।
# বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরির নাম কী?
উত্তরঃ আইকন অব দ্য সিজ।
# ২০২৩ সালে ডেঙ্গুরোগে সবচেয়ে বেশি আক্রান্তকারী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।
# সম্প্রতি নতুন প্রজন্মের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালায় কোন দেশ?
উত্তরঃ উত্তর কোরিয়া
# বাংলাদেশের কোন জাতের কচ্ছপকে লাল তালিকাভুক্ত করেছে IUCN
উত্তরঃ অলিভ রিডলে।
# সম্প্রতি কোন বাংলাদেশি ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’ -তে ভুষিত হন?
উত্তরঃ রেজওয়ানা চৌধুরী বন্যা।
#২০২৩ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে হয়েছেন?
উত্তরঃ উসমান খাঁজা (অস্ট্রেলিয়া)।
# বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে কোন রোগটি নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তরঃ ম্যালেরিয়া।
# সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের RTGS সিস্টেমে কোন দেশের মুদ্রা যুক্ত করা হয়েছে?
উত্তরঃ ইউয়ান (চীন)।
# কোন দেশ প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
# ICC কোন বিচারক গাজার গণহত্যা বন্ধের রায় পড়ে শোনান?
উত্তরঃ জোয়ান ই দোনোও।
# যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের কোন বন্দরে বিমান হামলা চালিয়েছে?
উত্তরঃ রাস ইসা (প্রধান তেল রপ্তানি টার্মিনাল)।
# মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ কোন নামে অভিযান চালাচ্ছে?
উত্তরঃ অপারেশন ১০২৭।
# বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরির নাম কী?
উত্তর: আইকন অব দ্য সিজ।
# প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ’ প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে কোন বন্দর থেকে?
উত্তর: মিয়ামি বন্দর, যুক্তরাষ্ট্র (২৭ জানুয়ারি, ২০২৪)।
# ফিলিস্তিনের শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণসহায়তা প্রদানে ‘ইউএনআরডব্লিউএ’ গঠিত হয় কবে?
উত্তর: ৮ ডিসেম্বর, ১৯৪৯।
# ‘ল্যুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
উত্তর: ফ্রান্স।
# বাংলাদেশে কয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়?
উত্তর: ৫ প্রজাতির।
# জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয় কাকে?
উত্তর: পল বার্গকে।