# ফিলিস্তিনি শরণার্থীদের ত্রান সহায়তা দিচ্ছে জাতিসংঘের কোন সংস্থা?
উত্তর: ইউএনআরডব্লিউএ(UNRWA)I
# সম্প্রতি চীন কোন দেশের সাথে ভিসামুক্ত যাতায়াত চুক্তিতে সই করেছেন?
উত্তর: থাইল্যান্ড।
# বাংলাদেশের কোন জাতের কচ্ছপকে লাল তালিকাভুক্ত করেছে ICUN?
উত্তর: অলিভ রিডলে।
# দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হয়েছেন কে?
উত্তর: জিএম কাদের।
# সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর করা হয় কোন অঙ্গরাজ্যে?
উত্তর: আলামাবা (কেনেথ ইউজিন স্মিথ)।
# পৃথিবীল উষ্ণতম বছর কোনটি?
উত্তর: ২০২৩ সাল।
# সম্প্রতি ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি বাংলাদেশের কোন হাসপাতালকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছে?
উত্তর: কিডনি ফাইন্ডেশন হাসপাতাল এন্ড রির্সাচ ইনস্টিটিউট (মিরপুর)।
# বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দে সবচেয়ে বেশি বিনিয়োগ বরাদ্দ হয় কোন খাতে?
উত্তর: গৃহায়ণ খাত।
# এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের জন্য সবচেয়ে সহজপথ কোনটি?
উত্তর: লোহিত সাগর।
# জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কত ভাগ নারী নির্যাতনে শিকার?
উত্তর: 31 ভাগ।
# শরীরে বিদ্যমান সর্বাধিক পরিমাণ খনিজ উপাদান কোনটি?
উত্তর: ক্যালসিয়াম।
# বর্তমানে বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রকোনটি?
উত্তর: সিঙ্গাপুর।
# জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে কয়টি শর্তের তালিকা বাস্তবায়ন করতে হবে?
উত্তর: ৩২টি কনভেনশনের শর্ত।
# বাংলাদেশকে নতুন করে কত কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান?
উত্তর: ২০২ কোটি।
# ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু জ্বর প্রতিরোধে গণটিকা কর্মসূচি চালু করতে যাচ্ছে কোন দেশ?
উত্তর: ব্রাজিল।
# সম্প্রতি গবেষণার উদ্দেশ্যে কোন দেশের জাহাজ মালদ্বীপ উপকূলের দিকে যাচ্ছে?
উত্তর: চীন।
# ইল মাছের মাংস প্রথম পরীক্ষাগারে উৎপাদন করেছে কোন দেশ?
উত্তর: ইসরায়েল (প্রতিষ্ঠান: ফরসি ফুড)।
# দেশের প্রদান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
# দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত তারিখে?
উত্তর: ৩০ জানুয়ারি, ২০২৪।
# প্রধানমন্ত্রী রমজান মাসে কয়টি পণ্যের শুল্কহার কমানোর জন্য এনবিআরকে নির্দেশ দিয়েছেন?
উত্তর: ৪ টি।
# ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম কী?
উত্তর: সুর (SUR)।
# ‘ইয়োসোমেতি’ জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
# এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি?
উত্তর: ১১৮ টি।
# দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কে?
উত্তর: ফাহমিদা ইসলাম।