# রূপসী বাংলার কবি’ জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯।
# কবে থেকে বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স চালু হবে?
উত্তর: ১ মার্চ, ২০২৪।
# দেশে ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন’ কবে পাশ হয়?
উত্তর: ২০১৩ সালে। (ভারতে ১৯৯৯ সালে জিআই আইন পাশ হয়)
# বাংলাদেশের ৩১তম জিআই পণ্য কোনটি?
উত্তর: জামালপুরের নকশীকাঁথা।
# লন্ডনভিত্তিক ইআইইউ প্রকাশিত গণতন্ত্র সূচক ২০২৩-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭৫তম।
# শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাঁচ প্রকল্পে কী পরিমাণ আর্থিক সহায়তা দেবে জার্মানি?
উত্তর: ২২.১৭ মিলিয়ন ইউরো বা ২৬১ কোটি টাকা।
# মানবাধিকার প্রতিষ্ঠান, আন্তর্জাতিক রেডক্রস কমিটি গঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি।
# IMF-এর তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তর: লুক্সেমবার্গ।
# সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শহীদুল্লাহ কায়সার। (জন্ম: ১৬ ফেব্রুয়ারি, ১৯২৭)
# পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি, ১৯৪২।
# বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গনি ওসমানী (মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৪)
# চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কী?
উত্তর: ওডিসিয়াস।
# কত বছর পর দক্ষিণ কোরিয়া ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপিত হয়?
উত্তর: ৬৫ বছর।
# আইএমএফ (IMF) তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তর: লুক্সেমবার্গ।
# বাংলাদেশ রেলওয়ের ‘পর্যটন এক্সপ্রেস’ ট্রেনটি কোন রুটে চলাচল করবে?
উত্তর: ঢাকা-কক্সবাজার রুটে।
# JAXA কী?
উত্তর: জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র।
# নতুন করে কতটি পণ্যকে GI পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়?
উত্তর: ৪টি। (মুক্তাগাছার মণ্ডা, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর এবং আগর আতর।)
# ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ। (মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি, ২০১৯)
# কাকে বাংলা সঙ্গীতের ‘বাউল সম্রাট’ হিসেবে সম্বোধন করা হয়?
উত্তর: শাহ আব্দুল করিম। (জন্ম: ১৫ ফেব্রুয়ারি, ১৯১৬)
# ২০২৪ সালে শিক্ষায় একুশে পদক প্রদান করা হয় কাকে?
উত্তর: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
# আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি।
# আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর: গ্যালিলিও গ্যালিলেই। (জন্ম: ১৫ ফেব্রুয়ারি, ১৫৬৪)
# জাতিসংঘের MONUSCO মিশনটি কোন দেশে কাজ করে?
উত্তর: ডি আর কঙ্গো।
# স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) কোন দেশের চন্দ্রযান?
উত্তর: জাপান।