Daily আপডেট GK ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Share:

# সম্প্রতি কোন দেশ নতুন প্রজন্মের (এইচ-3) রকেট উৎক্ষেপণ করেছে?

উত্তর: জাপান।

# সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-19 নারী সাফ ফুটবলে সেরা খেলোয়ার পুরষ্কার জয়ী কে?

উত্তর: সাগরিকা (বাংলাদেশ)।

# মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রি কতটি প্রস্তাব তুলে ধরেছেন?

উত্তর: ছয়টি প্রস্তাব।

# মিউনিখ সম্মেলনে বৈশ্বিব তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশে?

উত্তর: 1.5 ডিগ্রি।

# বিশ্বের তৃতীয় ও বাংলাদেশের প্রথম ‘অমনি প্রসেসর’ কোথায় উদ্বোধন করা হয়?

উত্তর: উখিয়া, কক্সবাজার।

# IMF এর তথ্যানুযায়ী, বিশ্বের শীষ ধনী দেশ কোনটি?

উত্তর: লুক্সেমবার্গ।

# বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কয়টি?

উত্তর: 29টি।

# সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে?

উত্তর: রিফাত গার্মেন্টস।

# 2024 মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: জার্মানি।

# সোয়াপ ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বনিম্ন কী পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকের সাথে অদলবদল করতে পারবে?

উত্তর: 50 লক্ষ মার্কিন ডলার বা সমপরিমাণ।

# দেশে বর্তমানে নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা কতটি?

উত্তর: 308টি।

# সম্প্রতি জাপানি বিজ্ঞানীদের তৈরি করা কাঠের কৃত্রিম উপগ্রহটির নাম কী?

উত্তর: লিগনোস্যাট।

# ‘লিগনোস্যাট’ কৃত্রিম উপগ্রহটি কোন কাঠের তৈরি?

উত্তর: ম্যাগনোলিয়া।

# জাপানের সামরিক বাহিনীতে পুরুষদের খুব ছোট করে চুল কাটার নিয়মটি কী নামে পরিচিত?

উত্তর: বাজ কাট (এপ্রিল, ২০২৪ থেকে এই নিয়মে শিথিলতা আসবে)।

# ‘এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ-২০২৪’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: তেহরান, ইরান।

# ‘শিকাগোর চিঠি শিকাগোর স্মৃতি’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: আনিসুজ্জামান।

# ‘টেকনাফ স্থলবন্দর’ কবে চালু হয়?

উত্তর: ৫ সেপ্টেম্বর, ১৯৯৫।

Leave a Comment