# পরবর্তী ন্যাটো প্রধানের পদে কাকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি?
উত্তর: মার্ক রুট (নেদারল্যান্ড এর প্রধানমন্ত্রী)।
# বাংলাদেশে কতটি গ্যাস বিতরণ কোম্পানি আছে?
উত্তর: ছয়টি (তিতাস, বাখরাবাদ, কর্ণফুলী, জালালাবাদ, পশ্চিমাঞ্চল ও সুন্দরবন)।
# কত বছর পর চাঁদের দক্ষিণ মেরুর কাছে নেমেছে যুক্তরাষ্ট্রের ওডিসিয়াস?
উত্তর: ৫২ বছর।
# বাংলাদেশে কত প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়?
উত্তর: ৫৬ প্রজাতির (বিশ্বে ২০০)।
# আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৯২তম।
# জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: অষ্টম।
# বাংলাদেশে আইন কমিশন গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সালে।
# বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
# সর্বশেষ কবে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে?
উত্তর: ২৫ আগস্ট, ২০১৭।
# যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগ ইসরাইলের ‘হত্যার লাইসেন্স’ প্রদানের সঙ্গে তুলনা করেছে কোন দেশ?
উত্তর: চীন।
# সম্প্রতি কোন দেশের জ্যোতিবিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু বা কোয়েসায়ের সন্ধান পাওয়ার দাবি করেছে?
উত্তর: অস্ট্রেলিয়া।
# কত সাল থেকে ইলন মাস্কের কোম্পানি ‘স্পেসএক্স’ মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে?
উত্তর: ২০২৯ সাল থেকে।
# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযানের রোবটের নাম কী?
উত্তর: অডিসিয়াস।
# বাংলাদেশে বাংলাভাষার পাশাপাশি আরও কতটি ভাষার অস্তিত্ব আছে?
উত্তর: ৪১টি ভাষার।
# পিইউআর (GUR) কোন দেশভিত্তিক সামরিক সেনা গোয়েন্দা সংস্থা?
উত্তর: ইউক্রেন।
# জানুয়ারি-২০২৪ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত?
উত্তর: ১৩ কোটি ২৬ লাখ।
# ‘টুপোলেভ টু-১৬০ এম’ কোন দেশের নির্মিত বোমারু বিমান?
উত্তর: রাশিয়া।
# ‘ইএফই (EFE) কোন দেশভিত্তিক সরকারি সংবাদ সংস্থা?
উত্তর: স্পেন।
# স্থানীয়ভাবে তৈরি চীনের প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজের মডেল কত?
উত্তর: সি ৯১৯।
# গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালাচ্ছে এই মর্মে ICJ -তে মামলা দায়ের করে কোন দেশ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
# সম্প্রতি ভারত কয়টি দেশে সরকারি পর্যায়ে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে?
উত্তর: ৬টি দেশে।
# গাজায় গণহত্যাকে কেন্দ্র করে ICJ -তে কয়টি দেশ যুক্তিতর্ক উপস্থাপন করবে?
উত্তর: ৫২টি দেশ।
# বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০২তম (১৯৯টি দেশের মধ্যে)।
# বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর: বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)।
# মানুষের মল দিয়ে জ্বালানি তৈরি করেছে কোন কোম্পানি?
উত্তর: স্যানিভেশন (কেনিয়া)।
# আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কত সালে থেকে?
উত্তর: ২০০০ সাল থেকে।
# ‘নারী টি-২০ বিশ্বকাপ-২০২৪’ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশে।