# তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# সম্প্রতি (ফেব্রুয়ারি-2024) পদত্যাগ করা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: মোহাম্মদ শাতায়েহ।
# Gmail এর প্রতিদ্বন্ধী হিসাবে ইলন মাস্ক নতুন কোন পরিশেবা চালু করতে যাচ্ছে?
উত্তর: এক্সমেইল।
# ভাষা শহীদের স্মরণে উন্মুক্ত হওয়া নতুন ওটি ডিজিটাল সেবার নাম কী?
উত্তর: ‘উচ্চারন’ ও ‘কথা’ এবং ‘বর্ণ।
# গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিদেশি ঋণের সুদ কত গুণ বাড়ছে?
উত্তর: দ্বিগুণ।
# বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে।
# শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু অ্যাপ।
# জাতিসংঘের তথ্যমতে, গত দুই মাসে সুয়েজ কাল দিয়ে কী পরিমান জাহাজ চলাচল কমেছে?
উত্তর: 42 শতাংশ।
# এনআরবি-পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা-2024 পেয়েছেন কতজন?
উত্তর: 25 জন।
# বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ আছে?
উত্তর: 37 টি (বেসরকারি-67 টি)।
# ইউক্রেন কত দফা শান্তি ফর্মুলা প্রস্তাব করেছে?
উত্তর: 10 দফা।
# ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে কোন দেশে?
উত্তর: ভারত।
# জানুয়ারি-2024 পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত?
উত্তর: 13 কোটি 26 লাখ।
# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন রোবট বা মহাকাশযানের নাম কী?
উত্তর: অডিসিয়াস।
# দেশে উৎপাদিত বিদ্যুৎ এর সর্বোচ্চ আসে কোন জ্বালানি হতে?
উত্তর: গ্যাস।
# বর্তমানে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত (দ্বিতীয়- থাইল্যান্ড)।
# বাংলাদেশে ব্যাংকিং খাতের মন্দ ঋণ কত শতাংশ?
উত্তর: 11 শতাংশ।
# বর্তমানে বাংলাদেশে লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা কয়টি?
উত্তর: 209 টি।