# জাতীয় বীমা দিবস কবে পালিত হয়?
উত্তর: ১ মার্চ।
# চলতি অর্থবছরের (২০২৩-২৪) ১ম ৭ মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে-
উত্তর: ১ হাজার ২৯০ কোটি ডলার।
# বীমা দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
# বর্তমানে দেশে সর্বমোট কতটি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: ৮২ টি।
# প্রথম ব্যাংক হিসেবে ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের অনুমোদন পেয়েছে কোন ব্যাংক?
উত্তর: City Bank.
# সম্প্রতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে –
উত্তর: ১৩টি ইউরোপীয় দেশের ৩২ মিডিয়াগোষ্ঠী।
# সম্প্রতি কানাডার কোন সাবেক প্রধানমন্ত্রী (১৮তম) মারা গেছেন?
উত্তর: ব্রায়ান মাররুনি।
# বর্তমানে খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (বাংলাদেশের অবস্থান ৩য়)।
# ‘লিপ ইয়ার’ ধারণার প্রবর্তন করেন কে?
উত্তর: রোমান শাসক জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৫ অব্দে।
# ‘সম্প্রতি ‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতিতে কতটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিয়েছে?
উত্তর: ১২টি ব্যাংক।
# ‘সকলের তরে সকলে আমরা’ ও ‘আহ্বান’ দুটি কীসের শিরোনাম?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংকলন নিয়ে রচিত দুটি গ্রন্থ।
# বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কত হারে আয়কর আদায় করা যাবে?
উত্তর: ১৫ শতাংশ।
# বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কারা?
উত্তর: হাবিবুর রহমান ও খুরশীদ আলম।
# বছরে কী পরিমাণ কর ফাঁকি দেন মার্কিন ধনীরা?
উত্তর: ১৫ হাজার কোটি ডলার। (সূত্র: IRS)
# আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
উত্তর: ইয়ান নিকোল লফটি-ইটন, নামিবিয়া (৩৩ বল)।
# টানা কত বছর ধরে জাপানে শিশু জন্মহার কমছে?
উত্তর: ৮ বছর ধরে। (সর্বশেষ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মহার ৫ দশমিক ১ শতাংশ কমেছে)
# দেশে ব্যাংকাস্যুরেন্স সেবার উদ্বোধন হবে কবে?
উত্তর: ১লা মার্চ।
# বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯২ সালে।
# বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ?
উত্তর: ফিনল্যান্ড।
# সম্প্রতি কোন দেশ রাশিয়ায় ৬৭০০ কনটেইনার গোলা পাঠিয়েছে?
উত্তর: উত্তর কোরিয়া।
# ‘কিয়োডো নিউজ’ কোন দেশের বার্তা সংস্থা?
উত্তর: জাপান।
# কত মাসের জন্য পেট্রল রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া?
উত্তর: ৬ মাস।
# সম্প্রতি ইউরোপে রপ্তানিকৃত দেশীয় কাঠ দিয়ে নির্মিত ‘বেবি বাইক’ কোথায় তৈরি করা হয়?
উত্তর: বাগেরহাট।
# কোন দেশে ন্যাটোভুক্ত দেশগুলো আর সেনা পাঠাবে না?
উত্তর: ইউক্রেন।