PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ২০ মার্চ ২০২৪

# ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড (১৪৩টি দেশের মধ্যে)।

# ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১২৯তম (১৪৩টি দেশের মধ্যে)।

# ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের নতুন নির্মিত রেলপথের দৈর্ঘ্য কত? 
উত্তর: ৮৭৩ কি.মি.।

# জামানতবিহীন ডিজিটাল 'ন্যানো লোন' চালু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: সিটি ব্যাংক ও বিকাশ যৌথ উদ্যোগে (২০২১ সালে)।

# NBR বিদেশ থেকে গবেষণার জন্য আসা অনুদান কত সাল পর্যন্ত করমুক্ত করেছে? 
উত্তর: ২০২৭ সাল।

# বায়ুদূষণ প্রতিবেদন দেওয়া আইকিউএয়ার কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: সুইজারল্যান্ডভিত্তিক।

# ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পেয়েছে কোন শহর?
 উত্তর: ভ্যালেন্সিয়া, স্পেন।

# ২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে ছিল কোন দেশ?
 উত্তর: বাংলাদেশ।

# বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: মাতারবাড়ী।

# বাংলাদেশ সরকার কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
 উত্তর: ২০৩০ সাল।

# সম্প্রতি কোন দেশকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহারের সুযোগ দিতে চায় বাংলাদেশ?
উত্তর: আয়ারন্যান্ড।

# কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কত ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়?
উত্তর: ৩০ ধরনের।

# সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক কে?
উত্তর: সেলিম রায়হান।

# বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় হয়েছে-
উত্তর: ২৬ হাজার ৮০৩ কোটি টাকা।

# মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠে কোথায়?
উত্তর: গাজীপুর (১৯ মার্চ ১৯৭১)।

# নতুন করে শহিদ বুদ্ধিজীবীর তালিকায় কতজন যুক্ত হচ্ছেন?
উত্তর: ১১৭ জন।

# তৃতীয় গণতন্ত্র সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: সিউল, দক্ষিণ কোরিয়।

# ম্যালেরিয়া নির্মূলে গবেষণা হবে কোন জেলায়?
উত্তর: বান্দরবান জেলায়।

# সম্প্রতি জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা জাহাজের নাম কী?
উত্তর: এমভি রুয়েন (মাল্টা পতাকাবাহী)।

# রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কততম বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসছেন?
উত্তর: পঞ্চম বারের মতো।

# সম্প্রতি কোন প্রতিষ্ঠান মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করেছেন?
উত্তর: স্পেসএক্স (ইলন মাস্কের প্রতিষ্ঠান)।

# বর্তমানে দেশে অনুমোদিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৯টি।

# বিবিএস এর তথ্যানুযায়ী, দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা কত?
উত্তর: ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন।

# নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: দিলমা রুসেফ।

#  রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৬ বছর।

# মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদী।

# বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স সেবা চালু হয় কবে?
 উত্তর: ১ মার্চ ২০২৪।

# 'ডায়ানা লিগ্যাসি অ্যাওয়ার্ড' দেওয়া হয় কতজন তরুণকে?

উত্তর: ২০ জন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!