PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ৬ মার্চ ২০২৪


# সম্প্রতি ভারতের নৌবাহিনী কোন দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের সিন্ধান্ত নিয়েছে?

উত্তর: লাক্ষাদ্বীপে (চালু হবে ৬ মার্চ, ২০২৪)।

# ২০২৩-২০২৪ অর্থবছরে কত সংখ্যক বয়স্ক ভাতার সংখ্যা বাড়ানো হয়েছে?

উত্তর: এক লাখ।

# বাংলাদেশ থেকে তুলাবিহীন বা নন-কটন পোশাক রপ্তানির হার কত?

উত্তর: ৩০ শতাংশ।

# সবচেয়ে বেশি তুলাবিহীন পোশাক রপ্তানিকারী দেশ কোনটি?

উত্তর: চীন (রপ্তানি করা মোেট পোশাকের ৬৬ শতাংশ)।

# সদ্য অনুমোদিত 'কুয়াকাটা বিমানবন্দর' কোথায় নির্মিত হবে?

উত্তর: পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী।

# পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: শাহবাজ শরিফ।

# সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

# বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৪ এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: তামিম ইকবাল।

# 'জি-৭ (G-7)' এর ৫০তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: ইতালি।

# 'অফশোর ব্যাংকিং বিল-২০২৪' কবে জাতীয় সংসদে উত্থাপিত হয়?

উত্তর: ২ ফেব্রুয়ারি ২০২৪।

# বন ভিবাগের ২০২৩ সালের শুমারি অনুযায়ি সুন্দরবনে 'মায়াহরিণের' সংখ্যা কতটি?

উত্তর: ৬৮৭টি।

# 2026 সালে বিশ্ব ডেনিম বাজারের আকার কেমন হবে?

উত্তর: ৭৬ মিলিয়ন মার্কিন ডলারের ওপরে।

# বর্তমানে দেশের প্রত্যেক নাগরিক এক বছরে বিদেশে গিয়ে সর্বোচ্চ কী পরিমাণ খরছ করতে পারবেন?

উত্তর: 12000 মার্কিন ডলার।

# সম্প্রতি কয়টি ইউরোপীয় দেশ গুগলের বিরুদ্ধে মামলা করেছে?

উত্তর: 13টি।

# বিশ্ব স্থাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে কত স্থূলতা সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা কত?

উত্তর: 103 কেটি (প্রায়)।

# কত সাল পর্যন্ত BASIS তথ্যপ্রযুক্তি খাতে কর সুবিধা চেয়েছে?

উত্তর: 2031 সাল পর্যন্ত।

# বর্তমানে দেশের মন্ত্রিসভায় মোট সদস্য কত জন?

উত্তর: 44 জন (তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন)।

# দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম কী?

উত্তর: ওয়াসিকা আয়সা খান।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!