# ফোর্বস ম্যাগাজিনের জরিপে, 2024 সালে বিশ্বে শতকোটিপতির মালিক কতজন?
উত্তর: 2781 জন।
# বিশ্বব্যাংকের পূর্বভাস অনুযায়ী, 2023-24 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হতে পারে?
উত্তর: 5.6 শতাংশ।
# এবছর রপ্তানিতে বাণিজ্য কর্তৃক কমার্শিয়াল ইমপরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন কত জন?
উত্তর: 184 জন।
# প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: শরিফা খান।
# বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার এর নাম কী?
উত্তর: আইসউল্ট (ফ্রান্স)।
# চলতি অর্থবছরের মার্চ মাসের রপ্তানি আয়ের পরিমান কত?
উত্তর: 510 কোটি 25 লাখ ডলার।
# বিশ্ব ব্যাংকের তথ্যমতে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে কয় ধরনের চ্যালেঞ্জ রয়েছে?
উত্তর: চার ধরনের।
# সম্প্রতি শ্রুতিকটু ও নেতিবাচক কতটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে?
উত্তর: 247 টি।
# চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রা কত?
উত্তর: সাড়ে 7 শতাংশ।
# চলতি অর্থবছের বাংলাদেশ সরকারের মোট কত কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষমাত্রা রয়েছে?
উত্তর: 6 হাজার 200 কোটি টাকা।
# বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় বিশ্বের কতটি দেশে?
উত্তর: 157 টি দেশে।
# বাংলাদেশে দ্বায়িত্বরত চীনের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: ইয়াও ওয়েন।
# বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কী?
উত্তর: ট্যাল্লো।
# মেট্রোরেলের টিকেটের উপর ভ্যাট মওকুফ থাকবে কত তারিখ পর্যন্ত?
উত্তর: 30 জুন।
# জলবায়ু জনিত ঝুঁনিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: সাত তম।
# বিএসইটি-এর তথ্যমতে, 2023 সালে কতটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান হয়েছে?
উত্তর: 137 টি দেশে।
# বতর্মানে সারাদেশে কতজন নারীকে বিধবা ভাতা প্রদান করা হয়?
উত্তর: 25 লাখ 75 হাজার নারীকে।
# লিবিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: ত্রিপোলি।