# সম্প্রতি ইসরাইলের হামলায় কোন ত্রাণ সংস্থার সাতজন কর্মী নিহত হয়?
উত্তরঃ WCK
# আগামী বাজেটে এডিবি বাংলাদেশকে কী পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন?
উত্তরঃ ৪০ কোটি ডলার।
# কোন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজারে ‘রোবোট্যাক্সি’ গাড়ি নিয়ে আসছে?
উত্তরঃ টেসলা।
# দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় নির্মিত হচ্ছে?
উত্তরঃ কালিয়াকৈর, গাজিপুর।
# বৈশ্বিক সন্ত্রাস সূচক-২০২৪ শীর্ষ অবস্থান করছে কোন দেশ?
উত্তরঃ বুরকিনা ফাসো।
# ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস হয়েছে কবে?
উত্তরঃ ৫ এপ্রিল ২০২৪।
# দেশের প্রথম স্মার্ট কৃষক হতে চলেছেন কোন উপজেলার কৃষকেরা?
উত্তরঃ আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
# আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি নারী রেফারি?
উত্তরঃ সুপ্রিয়া রানী দাস।
# কোন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজারে ‘রোবোট্যাক্সি’ গাড়ি নিয়ে আসছে?
উত্তরঃ টেসলা।
# দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় নির্মিত হচ্ছে?
উত্তরঃ কালিয়াকৈর, গাজিপুর।
# বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ এর প্রতিপাদ্য কী?
উত্তরঃ My Health, My Right. (আমার স্বাস্থ্য, আমার অধিকার)
# বিশ্বব্যাংকে ১ম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে?
উত্তরঃ শরিফা খান।
# দেশের প্রথম স্মার্ট কৃষক হতে চলেছেন কোন উপজেলার কৃষকেরা?
উত্তরঃ আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
# আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি নারী রেফারি?
উত্তরঃ সুপ্রিয়া রানী দাস।
# বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কী?
উত্তরঃ ট্যাল্লো
# বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তরঃ ১৮৬ টি।
# জাতীয় ক্রীড়া দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য কী?
উত্তরঃ ‘ক্রীড়াঙ্গনে উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’।
# ফোর্বস ম্যাগাজিনের ‘রিচেস্ট ইন ২০২৪’ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তরঃ বার্নার্ড আর্নল্ট।
# সম্প্রতি কোন দেশের পরমাণুবিজ্ঞানীরা পৃথিবীতে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
# বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে কত ধরনের চ্যালেঞ্জ রয়েছে?
উত্তরঃ চার ধরনের।
# বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার এর নাম কী?
উত্তরঃ আইসউল্ট। (ফ্রান্স)
# সম্প্রতি শ্রুতিকটু ও নেতিবাচক কতটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে?
উত্তরঃ ২৪৭টি।
# এ বছর রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন কত জন?
উত্তরঃ ১৮৪ জন।