Daily আপডেট GK ২৪ এপ্রিল ২০২৪

Share:
# বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত শতাংশ?
উত্তর: 51.77 শতাংশ (দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন)।
# বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশের মানুষ প্রতি 100 জনের মধ্যে কতজনে ইন্টারনেট ব্যবহার করেন?
উত্তর: 39 জন।
# সম্প্রতি কোন জোট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে?
উত্তর: জি-সেভেন।
# মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশে।
# জাতীয় রাজস্ব বোর্ড কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহণের অর্থ শতভাগ ক্যাশলেস করতে চায়?
উত্তর: 2041 সালের মধ্যে।
# বঙ্গবন্ধু শেখ মুজিব সেতুর মোট দৈর্ঘ্য কত?
উত্তর: 4 দশমিক ৪ কিলোমিটার।
# কতসাল পর্যন্ত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে GSP-এর আওতায় শুল্কসুবিধা পাবে?
উত্তর: 2029 সাল।
# মার্কিন সাময়িকী টাইম-এর 2024 সালে 100 প্রভাবশালী ব্যাক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশী?
উত্তর: মেরিনা তাবাসসুম
# 2023 সালে বর্ষসেরা ক্রীরাবিদ হয়েছেন কে?
উত্তর: ইমরানুর রহমান।
# ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ইব্রাহিম রাইসি।
# বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ হবে?
উত্তর: 24 নভেম্বর 2026।
# বর্তমানে দেশে মোট পাটকলের সংখ্যা কতটি?
উত্তর: 268টি।
# আটলান্টিক কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: 141 তম (164 টি দেশের মধ্যে)।
# আটলান্টিক কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: 99 তম (164 টি দেশের মধ্যে)।
# IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে?
উত্তর: 5 দশমিক 7 শতাংশ।
# সম্প্রতি আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন কে?
উত্তর: ক্রিস্তিনা লাগাদ।
# OIC-এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: গাম্বিয়া।
# কবে প্যারিস অলিম্পিক শুরু হবে?
উত্তর: 26 জুলাই 2024

Leave a Comment