Topic Based GK – সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি

Share:

সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি

■ ৫৫(১) অনুচ্ছেদ অনুসারে মন্ত্রিসভা গঠন।
■ ৫৫(২) অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ।
■ ৭২(১) অনুচ্ছেদ অনুসারে সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষেত্রে দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান।
■ মন্ত্রিসভার অধিবেশন আহ্বান, কর্মসূচি নির্ধারণ ও অধিবেশন-সভা পরিচালনা করবেন।
■ ১৪১ ক (১) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগেই প্রধানমন্ত্রী তাতে প্রতি-স্বাক্ষর করেন।
■ ৪৮(৫) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।
■ মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কার্যাবলি পরিচালনা প্রভৃতি সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত।

প্রধানমন্ত্রী পদাধিকারবলে (Ex-officio) প্রধান

• জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) ও জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC)
• বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (BEPZA)
• প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (NICAR)
• বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
• জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি।
• ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল/ জাতীয় পর্যটন পরিষদ।
• রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি।
• জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ।

এক নজরে ভারত

* রাষ্ট্রীয় নাম – ভারত প্রজাতন্ত্র বা (Republic of India)
* স্বাধীন লাভ – ১৫ আগস্ট, ১৯৪৭ (ব্রিটেনের কাছ থেকে)
* প্রজাতন্ত্র ঘোষণা – ২৬ জানুয়ারি ১৯৫০
* সরকার ব্যবস্থা – যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র
* রাজ্য – ২৮টি
* কেন্দ্র শাসিত অঞ্চল – ৮টি
* আইনসভা – পার্লামেন্ট (দ্বিকক্ষ)
* বিশ্ব জনসংখ্যায় – ১ম
* আয়তনে – ৭ম
* সীমান্তবর্তী দেশ – ৬টি (বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তান।)

এক নজরে নেপাল

★ রাষ্ট্রীয় নাম: ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল
★ স্বাধীনতা লাভ: ২১ ডিসেম্বর, ১৯২৩ (নেপাল-ব্রিটেন চুক্তির মাধ্যমে ব্রিটেনের কাছ থেকে)।
★ আইনসভা: ফেডারেল পার্লামেন্ট
★ প্রকৃতি: স্থল বেষ্টিত দেশ।
★ সীমান্তবর্তী দেশ: ভারত ও চীন

Leave a Comment