Daily আপডেট GK ০৫ মে ২০২৪

Share:
# পুরুষদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছে কোন দেশ? উত্তরঃ মিয়ানমার।
# সম্প্রতি একরাতেই প্রায় ১০ হাজার বার বজ্রপাতের শিকার হয়েছে কোন দেশ?
উত্তরঃ হংকং।
# ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 
উত্তরঃ ১০টি (মোট ম্যাচ- ২৩টি)।
# বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 
উত্তরঃ ১৬৫ তম। (স্কোর ২৭.৬৪; [সূত্র: RSF])
# ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? উত্তরঃ ১০টি দল।
# সম্প্রতি ইসরাইলের কারাগারে মারা যাওয়া চিকিৎসকের নাম কী?
উত্তরঃ আদনান আল বুরশ।
# আইএমএফের তথ্যমতে, বর্তমানে বৈশ্বিক ঋণের পরিমাণ কত?
উত্তরঃ ৩১৩ ট্রিলিয়ন ডলার।
# বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তরঃ বিনা ধান-২৫।
# বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ? 
উত্তরঃ নরওয়ে।
# চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে চীনের পাঠানো মানুষবিহীন নভোযান-
উত্তরঃ চ্যাংই-৬।
# ১ম বারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটালাইট অভিযানের নাম কী?
উত্তরঃ আইকিউব-কিউ।
# RSF-এর সূচক অনুযায়ী ২০২৪ সালের, স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৬৫ তম। [শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ- ইরিক্রিয়া (১৮০তম)]
# আইসিসির বার্ষিক র‍্যাংকিয়ে টেস্ট ক্রিকেটে এখন শীর্ষে অবস্থান করছে কোন দেশ? 
উত্তরঃ অস্ট্রেলিয়া।
# বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক রেজল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে?
উত্তরঃ ২ এপ্রিল ২০২৪।
# সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে?
উত্তরঃ তুরস্ক।
# ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেয়েছে-
উত্তরঃ লাফার্জহোলসিম বাংলাদেশ।
# বিশ্ব মুক্ত গণমাধ্যম-২০২৪’ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১৬৫তম
# রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমাটি ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে?
উত্তরঃ নির্বাণ।
# বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
উত্তরঃ উখিয়া, কক্সবাজার।
# দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ শিরীন পারভীন।
# সর্বশেষ অর্থবছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে?
উত্তরঃ সৌদি আরব
# কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালা পেতে যাচ্ছে কোন দেশ? উত্তরঃ দুবাই।
# WHO’র প্রতিবেদনে হেপাটাইটিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৭ম।
# ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৩ মে।

Leave a Comment