# ২০২৪ সালে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছেন-
উত্তর: রয়টার্স।
# বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত জিআই (GI) পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ৩২টি।
# বাংলাদেশে সম্ভাব্য জিআই (GI) পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে?
উত্তর: ১৫১টি।
# সম্প্রতি কোন দেশ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ করেছে?
উত্তর: ইসরায়েল।
# বিবিএস এর তথ্যমতে, বাংলাদেশে মোট শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর: ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার জন।
# বাংলাদেশের সাথে কোন দেশের নতুন করে বিমান চলাচল শুরু হচ্ছে?
উত্তর: উজবেকিস্তান।
# টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ (নবম আসর) কবে শুরু হবে?
উত্তর: ২ জুন ২০২৪।
# বাংলাদেশ সরকারের চালুকৃত ক্লউড সেবার নাম কী?
উত্তর: বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড।
# হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী?
উত্তর: গেস্টাপো।
# ২০২৪ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে কয়টি দল অংশ নিবে?
উত্তর: ১০টি দল।
# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কত মেট্রিক টন আম রপ্তানি করেছিল?
উত্তর: ৩,১০০ মেট্রিক টন।
# বাংলাদেশের তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্রে কত শতাংশ নারী কাজ করছেন?
উত্তর: ১৭ শতাংশ।
# সম্প্রতি শেষ হওয়া ওআইসির ১৫তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: গাম্বিয়া।
# স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৪ অনুসারে, ইউনিয়ন পরিষদ সচিবের নাম হবে-
উত্তর: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
# আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিতে সম্প্রতি কতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে?
উত্তর: ২২টি প্রতিষ্ঠান।
# সম্প্রতি টানা তৃতীয়বারের মতো লন্ডন শহরে মেয়র নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: সাদিক খান।
# বাংলাদেশের অর্থনীতিতে এখন প্রধান তিনটি বড় চ্যালেঞ্জ হচ্ছে-
উত্তর: মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান দায় এবং শ্লথ অর্থনীতি।
# বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে কতটি?
উত্তর: ৯৭টি।
# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে আমের উৎপাদন কত ছিল?
উত্তর: ২৭.৫ মেট্রিক টন।
# বাংলাদেশের প্রথম নারী ভাস্করের নাম কী?
উত্তর: নভেরা আহমেদ।
# আইএমএফের তথ্যমতে, বর্তমানে বৈশ্বিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ৩১৩ ট্রিলিয়ন ডলার।
# সিপিডি এর তথ্যমতে, সরকারি বেসরকারি মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে-
উত্তর: জিডিপি’র ৪২ শতাংশ।
# বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তর: বিনা ধান-২৫।
# সম্প্রতি একরাতেই প্রায় ১০ হাজার বার বজ্রপাতের শিকার হয়েছে কোন দেশ?
উত্তর: হংকং।
# ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ১০টি দল।
# সম্প্রতি ইসরাইলের কারাগারে মারা যাওয়া চিকিৎসকের নাম কী?
উত্তর: আদনান আল বুরশ।
# বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেলের ছিলেন কে?
উত্তর: এম এইচ খন্দকার।
# ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ২০২২।
# ‘গ্যাজপ্রম’ কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা?
উত্তর: রাশিয়া।
# পুরুষদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছে কোন দেশ?
উত্তর: মিয়ানমার।