Daily আপডেট GK ০৯ মে ২০২৪

Share:
# বাংলাদেশের জনসংখ্যা কত? (বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪)
উত্তরঃ ১৭.৪৭ কোটি
# বিশ্বে মোট জনসংখ্যা কত? (বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪) 
উত্তরঃ ৮১১.৯০ কোটি
# WIO’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
# বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 
উত্তরঃ চীন
# জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪)
উত্তরঃ অষ্টম
# জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? (বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪)
উত্তরঃ ভারত
# WTO’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
# বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
 উত্তরঃ যুক্তরাষ্ট্র
# Forbes’র ২০২৪ সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে?
উত্তরঃ আজিজ খান
# ২০২৪ সালে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছেন-
উত্তরঃ রয়টার্স।
# আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিতে সম্প্রতি কতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে?
উত্তরঃ ২২টি প্রতিষ্ঠান।
# সম্প্রতি কোন দেশ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল- জাজিরার সম্প্রচার বন্ধ করেছে?
উত্তরঃ ইসরায়েল।
# বাংলাদেশে সম্ভাব্য GI পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে?
উত্তরঃ ১৫১টি।
# টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ (নবম আসর) কবে শুরু হবে? 
উত্তরঃ ২ জুন ২০২৪।
# বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে কতটি?
 উত্তরঃ ৯৭টি।
# স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৪ অনুসারে, ইউনিয়ন পরিষদ সচিবের নাম হবে- 
উত্তরঃ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
# সম্প্রতি শেষ হওয়া OIC’র কত তম সম্মেলন ছিল? 
উত্তরঃ ১৫তম।
# বাংলাদেশে বর্তমানে (মে-২০২৪) নিবন্ধিত GI পণ্যের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩২টি (সূত্র: শিল্প মন্ত্রণালয়)।
# পুরুষদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছে কোন দেশ? উত্তরঃ মিয়ানমার।
# সম্প্রতি একরাতেই প্রায় ১০ হাজার বার বজ্রপাতের শিকার হয়েছে কোন দেশ?
উত্তরঃ হংকং।
# ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 
উত্তরঃ ১০টি (মোট ম্যাচ- ২৩টি)।
# বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 
উত্তরঃ ১৬৫ তম। (স্কোর ২৭.৬৪; [সূত্র: RSF])
# ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 
উত্তরঃ ১০টি দল।
# সম্প্রতি ইসরাইলের কারাগারে মারা যাওয়া চিকিৎসকের নাম কী?
উত্তরঃ আদনান আল বুরশ।
# আইএমএফের তথ্যমতে, বর্তমানে বৈশ্বিক ঋণের পরিমাণ কত?
উত্তরঃ ৩১৩ ট্রিলিয়ন ডলার।
# বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তরঃ বিনা ধান-২৫।

Leave a Comment