Daily আপডেট GK ১২ মে ২০২৪

Share:
# বাংলাদেশে বর্তমানে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ও উপজেলার সংখ্যা কত?
 উত্তর: ২১টি ও ৩৩৪টি।
# পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়।
# ২০২২-২৩ অর্থবছরে জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান কত শতাংশ?
উত্তর: ১০.৩৫ শতাংশ।
# ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য সাধারণ পরিষদে প্রস্তাবটি তুলেছেন কোন দেশ? 
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
# ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আগামী কত তারিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিব-
 উত্তর: ২১ মে, ২০২৪।
# সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কোথায় ২৫০০ বছর পূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে? 
উত্তর: রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।
# স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে? 
উত্তর: ২৪ নভেম্বর ২০২৬।
# চীনের সাথে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কত ডলার? 
উত্তর: ১৯০০ কোটি ডলারের বেশি।
# বর্তমান বিশ্বে ব্যবহৃত কত শতাংশ জ্বালানি জীবাশ্ম জ্বালানি? 
উত্তর: ৮১ শতাংশ।
# বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন মাধ্যমে? 
উত্তর: বিশ্বব্যাংক, জাপান ও এডিবি থেকে।
# ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
উত্তরঃ হন্ডুরাস
# অত্যাধুনিক Rampage (তাণ্ডব) ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তরঃ ইসরায়েল
# চ্যাটজিপিটির নির্মাতা OpenAI এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়?
উত্তরঃ টোকিও, জাপান
# সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ বাসিরু দিওমায়ে ফায়ে
# ICSID’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৫৮টি
# ১৩ মার্চ ২০২৪ কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN’র সহযোগী সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ব্রাজিল
# গাইয়া বিএইচ৩ (Gaia B-H3) কী?
উত্তরঃ কৃষ্ণগহ্বর
# আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে?
উত্তরঃ ৩০ মার্চ
# ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী, বিশ্বের রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?
 উত্তর: অষ্টম।
# সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি দুর্ঘটনার স্বীকার হয়েছে?
উত্তর: ইয়াক-১৩০।
# সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কে মৃত্যুবরণ করেছেন?
উত্তর: আসিম জাওয়াদ।
# জাতিসংঘের কোন পরিষদে ‘ফিলিস্তিনকে’ পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস হয়েছে?
উত্তর: সাধারণ পরিষদে (১৪৩ ভোটে)।
# উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম পর্বে ভোটের হার কত শতাংশ?
উত্তর: ৩৬.১০%।
# নারকেল থেকে বিকল্প জ্বালানি ‘বায়োডিজেল’ তৈরি করছে কোন দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।
# বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: হালদা নদী।
# ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে? 
উত্তর: ডেভিড প্লেটন মিল।
# যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 
উত্তর: চীন (দ্বিতীয়- ভিয়েতনাম)।
# রাশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? 
উত্তর: মিখাইল মিশুন্তিন।

Leave a Comment