Daily আপডেট GK ১৮ মে ২০২৪

Share:
# অত্যাধুনিক Rampage (তাণ্ডব) ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তরঃ ইসরায়েল
# চ্যাটজিপিটির নির্মাতা OpenAI এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়?
উত্তরঃ টোকিও, জাপান
# সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ বাসিরু দিওমায়ে ফায়ে
# আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Taoiseach) কে?
উত্তরঃ সিমন হ্যারিস
# ১৩ মার্চ ২০২৪ কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN’র সহযোগী সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ব্রাজিল
# গাইয়া বিএইচ৩ (Gaia B-H3) কী?
উত্তরঃ কৃষ্ণগহ্বর
# আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে?
উত্তরঃ ৩০ মার্চ
# সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ লরেন্স ওং
# সম্প্রতি (মে-২০২৪) হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ রবার্ট ফিকো।
# সম্প্রতি নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যান্সারমুক্ত হয়েছে কোন চিকিৎসক?
উত্তরঃ রিচার্ড স্কোরিয়া।
# মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ কাতার (০.৬ টন)।
# ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তাখাতে কর্মসূচির সংখ্যা কত টি?
উত্তরঃ ১৩০টি
# সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ লরেন্স ওং।
# সম্প্রতি (মে-২০২৪) শিং মাছের জীবনরহস্য উন্মোচন করেছেন কারা?
উত্তরঃ ড. তাসলিমা খানম এর নেতৃত্বে গবেষক দল।
# রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তরঃ ৬,৩০৫ কোটি ডলার।
# ফোর্বসের ২০২৪ সালের ‘অনূর্ধ্ব-৩০ এশিয়া’ তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছেন?
উত্তরঃ ৯ জন।

Leave a Comment