Daily আপডেট GK ২০ মে ২০২৪

Share:
# ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ভর্তুকি খাতে মূল বরাদ্ধ কত ছিল?
উত্তর: ১ লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা।
# বিশ্বব্যাংকের মতে প্রতিবছর দেশে তথ্যপ্রযুক্তি খাতে অর্থনীতিতে মূল্য সংযোজনের পরিমান কত?
উত্তর: ৪৫২ কোটি ডলার। (টাকায় প্রায় ৫৩ হাজার কোটি টাকা)
# বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০২ তম। (১৫৭ টি দেশের মধ্যে)
# ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষদেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক।
# ডিজিটাল লেনদেনের তালিকায় বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: জিবুতি।
# Best Countries for Hiring Freelancers-2024 প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিং-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ২৯তম। (৩০টি দেশের মধ্যে)
# ইরানের প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: ইব্রাহিম রাইসি।
# ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: হোসেইন আমির অবদোল্লাহিয়ান।
# মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৯ মে, ১৯০৮)
# মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘বাংলাদেশ কথা কয়’ এর গল্পকার কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। (মৃত্যু: ১৯ মে, ২০২২)
# বাংলাদেশ প্রথম বিদেশে চিংড়ি রপ্তানি করে কবে?
উত্তর: ১৯৭৬ সালে।
# ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কাকে?
উত্তর: কবি নির্মলেন্দু গুণকে।
# ২০১২ সালের জুলাইয়ে কতটি পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৭টি।
# নব্য তুরস্কের জনক বলা হয় কাকে?
উত্তর: মোস্তফা কামাল আতাতুর্ক।
# একটি বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: ভার্মন্ট স্টেট বিশ্ববিদ্যালয় (ক্যাস্টলেটন ক্যাম্পাস)।
# সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে? 
উত্তর: বাবর আলী।

Leave a Comment