# বৃত্রসংহার কার রচিত মহাকাব্য?
উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (মৃত্যু: ২৪মে, ১৯০৩)
# নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হয় কাকে?
উত্তর: অধ্যাপক ড. রাজিয়া সুলতানা।
# বাংলাদেশ কত সালে LDC তালিকাভুক্ত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
# বর্তমানে LDC তালিকাভুক্ত দেশ কতটি?
উত্তর: ৪৬টি।
# জাতিসংঘে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৯৭১ সালের ১৮ নভেম্বর।
# কার নামানুসারে Victorian Period এর নামকরণ করা হয়?
উত্তর: মহারানি ভিক্টোরিয়া (জন্ম: ২৪ মে, ১৮৯১)।
# সাহিত্যের ক্ষেত্রে কোন যুগটিকে ইংরেজি উপন্যাসের স্বর্ণযুগ তথা Golden Age of Novel বলা হয়?
উত্তর: ভিক্টোরিয়ান যুগ।
# তথ্যের ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ডাটা।
# দেশে এবার ঘূর্ণিঝড় হলে সেই ঘূর্ণিঘড়ের নাম কী হবে?
উত্তর: রেমাল (অর্থ: বালু)
# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জুলি ও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়?
উত্তর: ২৩ মে, ১৯৭৩ সাল।
# বাংলাভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: সমাচার দর্পণ। (প্রকাশিত ২৩মে, ১৮১৮)
# এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড কার?
উত্তর: নেপালের কামি রিতা শেরপা। (৩০ বার)
# একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: তো লাম।
# আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ পেয়েছেন কে?
উত্তর: জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। (কাইরোস উপন্যাসের জন্য)
# প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন কে?
উত্তর: আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। (২০০৫ সালে)
# আধুনিক শ্রেণিবিন্যাস বিদ্যার জনক বলা হয় কাকে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
# আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২২ মে।
# বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
# ২০২৪-২৫ অর্থবছরের সামরিক হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় কত?
উত্তর: ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার।
# ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় কত ছিল?
উত্তর: ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।
# ‘বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন- ২০২৪’ অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৮তম। (১৬১টি দেশের মধ্যে)
# মত প্রকাশের স্বাধীনতায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক।
# মত প্রকাশর স্বাধীনতায় সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া
# বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫তম। (স্কোর ২৭.৬৪; ১৮০টি দেশের মধ্যে)