Daily আপডেট GK ০১ জুন ২০২৪

Share:

# ২০২৩-২৪ অর্থবছরে সামজিক নিরাপত্তা খাতে বরাদ্দের পরিমাণ কত কোটি টাকা?
উত্তর: ১,২৬,২৭২ কোটি টাকা।
# WHO এর তথ্যমতে, প্রতিদিন একজন মানুষের কী পরিমাণ দুধ পান করা প্রয়োজন?
 উত্তর: ২৫০ মিলিলিটার।
# ইতিহাসে প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্থ্য হয়েছে?
উত্তর: ডোনাল্ট ট্রাম্প।
# শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাদেশের কতজন সৈন্য শহীদ হয়েছেন?
উত্তর: ১৬৮ জন।
# ২০২৩-২৪ অর্থবছরে মোট কর অব্যাহতির প্রক্ষেপণ করা হয় কত টাকা?
উত্তর: ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা।
# ২০২৪-২৫ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ কত রাখা হয়েছে?
উত্তর: ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
# দেশের প্রথম “যুদ্ধ শিশু” হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?
উত্তর: মেরিনা খাতুন।
# ৯ম টি২০ (পুরুষ) বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
# খুলনা মোংলা রুটে যাত্রীবাহি ট্রেন চালু হয় কবে?
 উত্তর: ১ জুন ২০২৪।
# আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব কে? 
উত্তর: আর্সেনিও আন্তোনিও ডমিনগুয়েজ।
# বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কত সালে প্রথম সৈন্য প্রেরণ করেন?
উত্তর: ১৯৮৮ সালে।
# কমিউনিটি ক্লিনিক থেকে বর্তমানে বিনামূল্যে কত প্রকারের ঔষধ প্রদান করা হয়?
উত্তর: ৩০ প্রকারের।
# বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩৪টি।
# অ্যাফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইনডেক্স ২০২৪ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৪২তম।
# বাংলাদেশ ব্যাংকের মতে, দেশ থেকে গত বছর কত কোটি টাকা বিদেশে বিনিয়োগ হয়েছে?
উত্তর: ৩৩০ কোটি টাকা।
# জাপানের গবেষকের কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কী?
উত্তর: লিগনোস্যাট।
# জাতিসংঘের WSIS পুরস্কার লাভ করেছে কোন বাংলাদেশি?
উত্তর: জুনায়েদ আহমেদ পলক।
# র‍্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন তার নাম কী?
উত্তর: মো. হারুন আর রশিদ।
# বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা কতটি? উত্তর: ২১৮টি।
# জিডিপির কত শতাংশ গবেষণার জন্য ব্যয় করা হয়?
উত্তর: ০.৩০ শতাংশ।

Leave a Comment