Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১২ জুন ২০২৪



# ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করবে?
উত্তরঃ ৯০টি দেশ।

# বাংলাদেশে নিযুক্ত বর্তমান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তরঃ চার্লস হোয়াইটলি।

# দেশে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতার উৎপাদনের পরিমাণ কত?
উত্তরঃ ১২ লাখ মেট্রিক টন। (আমদানি ৪ লাখ মেট্রিক টন)

# ২০২৩-২৪ অর্থবছরে সম্পূরক বাজেটের পরিমাণ কত?
উত্তরঃ ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা।

# আন্তর্জাতিক খেলা দিবস কবে?
উত্তরঃ ১১ জুন।

# বাংলাদেশে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তরঃ ওয়াকার-উজ-জামান।

# রাশিয়ায় ইউক্রেন শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৫ ও ১৬ জুন। (সুইজারল্যান্ডে

# বাংলাদেশে প্রথমবারের মতো 'ল্যান্ড লর্ড পোর্ট' ধারণায় যুক্ত হচ্ছে কোন বন্দর?
উত্তরঃ চট্টগ্রাম বন্দর।

# সম্প্রতি নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী? 
উত্তরঃ তারেক মুহাম্মদ।

# প্রথমবারের মতো হিজবুল্লাহ ইসায়েলে কোন রকেট হামলা চালায়?
উত্তরঃ ফালাক-২।

# ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় হামলা বন্ধের দাবিতে কোথায় 'রেড লাইন' শীর্ষক বিক্ষোভ শুরু হয়েছে?
উত্তরঃ ওয়শিংটন ডিসি।

# বাংলাদেশ সরকার কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে?
উত্তরঃ ভুটান।

# সম্প্রতি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী? 
উত্তরঃ রকিবুল হক।

# ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা কত মেয়াদে শপথ নিলেন?
উত্তরঃ তৃতীয়।

# বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে কে নিয়োগ পেয়েছেন?
উত্তরঃ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

# সম্প্রতি কোন বাংলাদেশি স্কাইডাইভিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন?
উত্তরঃ আশিক চৌধুরী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image