# গ্লোবাল পিস ইনডেক্স এর তথ্যানুসারে, শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৯৩তম (১ম আইসল্যান্ড)।
# বিশ্বব্যাংক এর তথ্যমতে, আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে?
উত্তর: ৫.৭ শতাংশ।
# বাংলাদেশে নতুন দুইটি কারখানা সহ মোট সবুজ কারখানার সংখ্যা এখন-
উত্তর: ২২০টি।
# ২০২৩ সালে বাংলাদেশে দানাদার খাদ্য উৎপাদনের পরিমাণ কত টন?
উত্তর: ৬ কোটি ৪৩ লাখ টন।
# সম্প্রতি বিমান দূর্গটনায় নিহত মালাবি -এর ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: সাওলোস ক্লাউস চিলিমা।
# বিবিএস তথ্যমতে, দেশে বর্তমানে অবিবাহিত পুরুষ ও নারীর হার কত?
উত্তর: পুরুষ ৩৫% এবং নারী ২২%।
# বাংলাদেশে শিশু শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা কত জন?
উত্তর: প্রায় ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন।
# ২০২৩ সালে বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ কত টন?
উত্তর: ৫ কোটি ৮৬ লাখ টন।
# নেপাল থেকে বাংলাদেশ কি পরিমাণ বিদ্যুৎ আমদানি করবে?
উত্তর: ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
# বাংলাদেশের আম কতটি দেশে রপ্তানি করা হবে?
উত্তর: ৩৮টি দেশে।
# ২০২৩-২৪ অর্থছরের জন্য কত টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে?
উত্তর: ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা।
# ইউক্রেন নিয়ে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর: সুইজারল্যান্ডে।
# বাংলাদেশে প্রথমবারের মতো 'ল্যান্ড লর্ড পোর্ট' ধারণায় যুক্ত হচ্ছে কোন বন্দর?
উত্তর: চট্টগ্রাম।
# পোশাক রফতানির ক্ষেত্রে নিট সুতার উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১২ লাখ মেট্রিক টন।
# বাংলাদেশে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: ওয়াকার-উজ-জামান।
# ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করবে?
উত্তর: ৯০টি দেশ।
# বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: চার্লস হোয়াইটলি।
# আন্তর্জাতিক খেলা দিবস কবে?
উত্তর: ১১ জুন।
# মুসোলিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন?
উত্তর: ইতালি।
# বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: ফেনি