Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৪ জুন ২০২৪


# বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার হার কত?
উত্তর: ৩ শতাংশ।

# বিশ্বব্যাংকের মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হতে পারে?
উত্তর: ৫ দশমিক ৭ শতাংশ।

# বিশ্ব ব্যাংকের সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: ১৮৯ টি দেশ।

# ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ২০২৪ সালের “গ্লোবাল জেন্ডার গ্যাপ” প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৯৯তম। (১৪৬টি দেশের মধ্যে)

# রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর: William Butler Yeats. (মৃত্যু: ১৩জুন ১৮৬৫)

# ৫০তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৩ থেকে ১৫ জুন, ২০২৪।

# প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক কাজ শুরু করেন কে?
উত্তর: ব্লেচলে পার্কে অ্যালান টিউরিং।

# কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) OpenAI কবে প্রতিষ্টিত হয়? 
উত্তর: ১১ ডিসেম্বর, ২০১৫।

# সম্প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

# বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
উত্তর: ১২ জুন।

# বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা কত জন?
উত্তর: ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। (জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২)

# ২০২৩ সালে বাংলাদেশে দানাদার খাদ্য উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ৬ কোটি ৪৩ লাখ টন। (সূত্র:FAO)

# ২০২৩ সালে বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ৫ কোটি ৮৬ লাখ টন।

# ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সামাজিক নিরাপত্তাখাতে ADB কত টাকা ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করে?
উত্তর: ২৫ কোটি ডলার।

# এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
উত্তর: ইয়েমেন।

# সম্প্রতি বিমান দূর্ঘটনায় নিহত পূর্ব আফ্রিকার দেশ মালাউই এর ভাইস প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: সাওলোস ক্লাউস চিলিমা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!