PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২১ জুন ২০২৪


# সম্প্রতি কানাডা কোন ইরানি সংগঠনকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে?
উত্তর: আইআরজিসি (IRGC)।

# সম্প্রতি কোন দেশটি চীনা কোস্টগার্ডকে 'জলদস্যুর' সঙ্গে তুলনা করেছে?
উত্তর: ফিলিপাইন।

# সম্প্রতি প্রকাশিত স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বায়ুদূষণের ফলে কয়জন বাংলাদেশির মৃত্যু হয়েছে?
উত্তর: ২ লাখ ৩৬ হাজার।

# সম্প্রতি ভারতের ধর্মশালায় তিব্বতের ধর্মগুরু 'দালাই লামার 'সঙ্গে কোন দেশের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: বিএসআরএম।

# সম্প্রতি উত্তর কোরিয়া সফর শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দেশ সফর করেন?
উত্তর: ভিয়েতনাম।

# ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: দ্রৌপদী মুর্মু।

# বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব কে? 
উত্তর: মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

# বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়' চালু হবে কবে?
উত্তর: ১ জুলাই ২০২৪।

# বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম 'সেবক' চালু হবে কবে?
উত্তর: ১ জুলাই ২০২৫।

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, সবচেয়ে বেশি মোবাইল ব্যাংকিং হিসাব কোন বিভাগের মানুষের?
উত্তর: রংপুর (২৮.১০%)।

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, সবচেয়ে কম মোবাইল ব্যাংকিং হিসাব কোন বিভাগের মানুষের?
উত্তর: চট্টগ্রাম (১৮.১১%)।

# বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির নাম কী? ।
উত্তর: এনভিডিয়া

# সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের মধ্যে শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: পিয়ংইয়ং (উত্তর কোরিয়া)।

# হিউম্যান রাইটস ওয়াচের (২০২৪) রিপোর্ট অনুসারে চীন কয়টি উইঘুর মুসলিমদের গ্রামের নাম বদলে দিয়েছে?
উত্তর: ৩ হাজার ৬০০ টি।

# সম্প্রতি ১০৫ বছর বয়সে মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জনকারী ব্যক্তির নাম কী?
উত্তর: ভার্জিনিয়া হিসলপ।

# ভার্জিনিয়া হিসলপ কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন?
উত্তর: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)।

# একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮ জুন ২০২৪।

# 'কস্ট অব লিভিং' জরিপে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: হংকং।

# ভারতের নতুন সেনাপ্রধানের নাম কী?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি।

# ভারতের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা কয়জন?
উত্তর: ৩০ জন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.