PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩০ জুন ২০২৪


# ভারতের কেরালা রাজ্যের প্রস্তাবিত নতুন নাম কী?
উত্তরঃ 'কেরালাম'।

# সম্প্রতি কোন ভারতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়ে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ উঠেছে?
উত্তরঃ আসাদউদ্দিন ওয়াইসি।

# সম্প্রতি নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৃদ্ধ দম্পতির নাম কী?
উত্তরঃ জ্যান (৭০) ও ইলস (৭১)।

# ইরানের জাতীয় নির্বাচন (প্রেসিডেন্ট নির্বাচন) কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৮ জুন ২০২৪।

# দেশে বর্তমানে কয়টি কমিউনিটি ক্লিনিক চালু আছে? 
উত্তরঃ ১৪ হাজার ৩২০ টি।

# সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রোবটে 'জীবন্ত ত্বক' বসিয়ে সফলতা পেয়েছেন?
উত্তরঃ জাপান।

# ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম কী? 
উত্তরঃ বিক্রম মিসরি।

# সম্প্রতি কোন দেশের এমপি নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন?
উত্তরঃ কানাডা।

# কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে?
উত্তরঃ ফিনল্যান্ড।

# সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে 'কালো জাদু' করার অভিযোগে গ্রেফতার হওয়া নারী মন্ত্রীর নাম কী?
উত্তরঃ ফাথিমাত শামনাজ আলী সালিম।

# সদ্য নির্বাচিত ন্যাটোর মহাসচিবের নাম কী?
উত্তরঃ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। (দায়িত্ব গ্রহণ ১ অক্টোবর, ২০২৪)

# ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-মে) তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত?
উত্তরঃ ৪ হাজার ৩৮৫ কোটি ডলার।

# টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ) ২০২৪-এর প্রথম ফাইনালিস্ট দল কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

# সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-মিষ্টি উপহার পাঠিয়েছেন? 
উত্তরঃ ত্রিপুরা।

# এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন? 
উত্তরঃ ৩৪ জন।

# বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? উত্তরঃ ১৬৮তম। (১৭৩ টি দেশের মধ্যে)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.