# সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রোবটে 'জীবন্ত ত্বক' বসিয়ে সফলতা পেয়েছেন?
উত্তর: জাপান।
# সম্প্রতি কোন ভারতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়ে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ উঠেছে?
উত্তর: আসাদউদ্দিন ওয়াইসি।
# জনশুমারি ও গৃহগণনা (২০২২) এর তথ্যানুযায়ী, দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কত লাখ বেশি?
উত্তর: ১৬ লাখ।
# সম্প্রতি ইরানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শতকরা কত ভাগ ভোট পড়েছে?
উত্তর: ৪০%।
# ইরানের জাতীয় নির্বাচন (প্রেসিডেন্ট নির্বাচন) কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮ জুন ২০২৪।
# সম্প্রতি কোন দেশের এমপি নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন?
উত্তর: কানাডা।
# সম্প্রতি নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৃদ্ধ দম্পতির নাম কী?
উত্তর: জ্যান (৭০) ও ইলস ( ৭১)।
# কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: জাস্টিন ট্রুডো।
# বাংলাদেশের বর্তমান গ্রস রিজার্ভ কত?
উত্তর: ২৭.১৫ বিলিয়ন ডলার।
# ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম কী?
উত্তর: বিক্রম মিসরি।
# এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন?
উত্তর: ৩৪ জন।
# সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে 'কালো জাদু' করার অভিযোগে গ্রেফতার হওয়া নারী মন্ত্রীর নাম কী?
উত্তর: ফাথিমাত শামনাজ আলী সালিম।
# সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-মিষ্টি উপহার পাঠিয়েছেন?
উত্তর: ত্রিপুরা।
# বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান (নিচের দিক থেকে) কত?
উত্তর: ষষ্ঠ।
# বিশ্বে প্রথমবারের মতো কোন দেশটি গবাদি পশুর ওপর কর নির্ধারণ করেছে?
উত্তর: ডেনমার্ক।
# সম্প্রতি কোন দেশের সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়?
উত্তর: বলিভিয়া।
# কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে?
উত্তর: ফিনল্যান্ড।
# টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ) ২০২৪-এর প্রথম ফাইনালিস্ট দল কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
# ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট আয়ের পরিমাণ কত?
উত্তর: ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।
# ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।