# 17তম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে কোন বাংলাদেশী?
উত্তর: এম ই চৌধুরী শামীম।
# 2024 সালে পিএফএ বর্ষসেরা ফুটবলার (পুরুষ) নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: ফিল ফোডেন।
# বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বাবি) নতুন মহাপরিচালক কে?
উত্তর: ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
# নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত (ও অক্টোবর থেকে শুরু)।
# অন্তর্বতীকালীন সরকারকে নদী পরিস্কার প্রকল্পে সহায়তা দিকে কোন আন্তর্জাতিক সংস্থা?
উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
# বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি কে?
উত্তর: ফারুক আহমেদ।
# কনটেইনার ওঠানামায় বিশ্বের 100 শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত?
উত্তর: 67 তম (সূত্র: লয়েডস লিস্ট প্রতিবেদন-2024)।
# এ বছর ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: নয়াদিল্লী, ভারত।
# সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ কোন দেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে?
উত্তর: ব্রাজিল।
# সম্প্রতি কোন মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে?
উত্তর: সারডা সোসাইটি।
# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়টি ব্যাংককে ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর: 6টি।
# বিশ্ব মশা দিবস পালন করা হয় প্রতিবছর কত তারিখে?
উত্তর: প্রতি বছর 20 আগস্ট।