# আন্তর্জাতিক ‘সংরক্ষিত অন্ধকার আকাশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন দ্বীপ?
উত্তর: যুক্তরাজ্যের স্কটল্যান্ডের দ্বীপ রামে।
# বর্তমানে দেশের মোট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কতটি?
উত্তর: 724টি (সূত্র: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)
# সম্প্রতি কোন দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজাবুল্লাহর হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে?
উত্তর: ইসরায়েল।
# সম্প্রতি এশিয়ার কোন দেশটি পুরুষদের দাড়ি রাখতে আইন কার্যকর করতে যাচ্ছে?
উত্তর: আফগানিস্তান।
# বর্তমানে আপিল বিভাগে বিচারক সংখ্যা কতজন?
উত্তর: 6 জন।
# গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে?
উত্তর: 2026 সালে।
# সম্প্রতি পশ্চিম এশিয়ার কোন দেশটি মহাকাশে 14টি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে?
উত্তর: ইরান।
# 2023-24 অর্থবছরে (জুলাই-এপ্রিল) তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ২ হাজার 968 কোটি ডলার (সূত্র: বাংলাদেশ ব্যাংক)।
# সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রতিবাদে ইসরাইলিদের নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর: অস্ট্রেলিয়া।
# প্যারিসে প্যারালিম্পিক গেমসে কতজন বাংলাদেশী ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে?
উত্তর: দুই জন।
# ‘স্বাধীন হতে স্বাধীন হও’ কোন রাজনৈতিক দলের স্লোগান?
উত্তর: নিউক্লিয়াস পার্টির।
# বর্তমানে দেশে বিমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর: 78টি।