সংবিধান নিয়ে ২৫ টি MCQ

Share:

সংবিধান সম্পর্কে ২৫ টি গুরুত্বপূর্ণ MCQ দেখে নিন। চাকরির প্রস্তুতিতে কাজে আসবে ইনশাআল্লাহ

১. “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী”— সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?

ক. ২৭ নং অনুচ্ছেদ
খ. ৩০ নং অনুচ্ছেদ
গ. ৩৫ নং অনুচ্ছেদ
ঘ. ৪৭ নং অনুচ্ছেদ

উত্তর: ক. ২৭ নং অনুচ্ছেদ

২. “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করবেন”— এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

ক. ২৭ নং অনুচ্ছেদ
খ. ২৮ (২) নং অনুচ্ছেদ
গ. ৩০ নং অনুচ্ছেদ
ঘ. ৪৭ নং অনুচ্ছেদ

উত্তর: খ. ২৮ (২) নং অনুচ্ছেদ

৩. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

ক. ১০ নং অনুচ্ছেদ
খ. ২৭ নং অনুচ্ছেদ
গ. ২৮ (২) নং অনুচ্ছেদ
ঘ. ৩৯ (২) নং অনুচ্ছেদ

উত্তর: গ. ২৮ (২) নং অনুচ্ছেদ

৪. রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়— কোন অনুচ্ছেদে উল্লেখিত?

ক. ২৫ (৭) নং অনুচ্ছেদ
খ. ২৮ (৪) নং অনুচ্ছেদ
গ. ৪০ (৩) নং অনুচ্ছেদ
ঘ. ৪২ নং অনুচ্ছেদ

উত্তর: খ. ২৮ (৪) নং অনুচ্ছেদ

৫. চলাফেরার স্বাধীনতা— সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?

ক. ৩৬ নং অনুচ্ছেদ
খ. ৩০ নং অনুচ্ছেদ
গ. ৩৭ নং অনুচ্ছেদ
ঘ. ৩১ নং অনুচ্ছেদ

উত্তর: ক. ৩৬ নং অনুচ্ছেদ

৬. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান রয়েছে?

ক. ২৬ নং অনুচ্ছেদ
খ. ৪১ নং অনুচ্ছেদ
গ. ৪২ নং অনুচ্ছেদ
ঘ. ৪৪ নং অনুচ্ছেদ

উত্তর: খ. ৪১ নং অনুচ্ছেদ

৭. অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকে:

ক. জনগণের কাছে
খ. রাষ্ট্রপতির কাছে
গ. জাতীয় সংসদের কাছে

উত্তর: গ. জাতীয় সংসদের কাছে

৮. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে?

ক. ৫৯, ৬০
খ. ৬০, ৬৯
গ. ৪৪, ৪৬
ঘ. ৬১, ৬৩

উত্তর: ক. ৫৯, ৬০

৯. সংবিধানের ৬১ নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?

ক. চীফ অব আর্মি স্টাফ
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি

উত্তর: গ. রাষ্ট্রপতি

১০. সংবিধানের ৬৩ নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে অনুমতি লাগবে কার?

ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রী
গ. তিন বাহিনীর প্রধানদের
ঘ. জাতীয় সংসদের

উত্তর: ঘ. জাতীয় সংসদের

১১. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে?

ক. ৫৮
খ. ৬১
গ. ৬৩
ঘ. ২

উত্তর: গ. ৬৩

১২. বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন কে?

ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. আইনমন্ত্রী
ঘ. আইনসভা

উত্তর: ক. রাষ্ট্রপতি

১৩. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে আইনসভা সংক্রান্ত বিধান প্রণীত আছে?

ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম

উত্তর: ঘ. পঞ্চম

১৪. বাংলাদেশের আইনসভার নাম কী?

ক. জাতীয় পরিষদ
খ. পার্লামেন্ট
গ. জাতীয় সংসদ
ঘ. গণপরিষদ

উত্তর: গ. জাতীয় সংসদ

১৫. বাংলাদেশের সংবিধানে এক কক্ষবিশিষ্ট যে আইনসভা ব্যবস্থা করা হয়েছে, তার নাম কী?

ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় সংসদ
গ. নির্বাচন কমিশন
ঘ. সুপ্রিম কোর্ট

উত্তর: খ. জাতীয় সংসদ

১৬. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?

ক. এক কক্ষ
খ. দুই বা দ্বি-কক্ষ
গ. তিন কক্ষ
ঘ. বহুকক্ষ বিশিষ্ট

উত্তর: ক. এক কক্ষ

১৭. বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

ক. ৬৫
খ. ৭৮
গ. ৯৬
ঘ. ৬৮

উত্তর: ক. ৬৫

১৮. বাংলাদেশের সংবিধানের ৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের অধিকার কী?

ক. সুশাসনের অধিকার
খ. ধর্মীয় স্বাধীনতার অধিকার
গ. শিক্ষা অধিকার
ঘ. প্রতিরক্ষা অধিকার

উত্তর: খ. ধর্মীয় স্বাধীনতার অধিকার

১৯. বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় প্রধান ভূমিকা পালন করেন কে?

ক. শেখ মুজিবুর রহমান
খ. বিএনপি
গ. জামায়াতে ইসলামি
ঘ. আওয়ামী লীগ

উত্তর: গ. জামায়াতে ইসলামি

২০. বাংলাদেশের রাষ্ট্রপতি কে?

ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. বিরোধী দলীয় নেতা
ঘ. বিদেশ মন্ত্রী

উত্তর: খ. রাষ্ট্রপতি

২১. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের মেয়াদ কত বছর?

ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর

উত্তর: গ. ৫ বছর

২২. বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তরের?

ক. এক স্তর
খ. দুই স্তর
গ. তিন স্তর
ঘ. চার স্তর

উত্তর: গ. তিন স্তর

২৩. বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ আছে?

ক. ১৮
খ. ২০
গ. ২৩
ঘ. ২৫

উত্তর: খ. ২০

২৪. বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর কোন আইনপ্রণয়ন করা হয়েছিল?

ক. বাংলাদেশ অস্থায়ী সংবিধান
খ. সামরিক আইন
গ. মৌলিক অধিকার আইন
ঘ. গণতান্ত্রিক আইন

উত্তর: ক. বাংলাদেশ অস্থায়ী সংবিধান

২৫. বাংলাদেশে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

ক. স্বৈরশাসন
খ. গণতান্ত্রিক
গ. একদলীয়
ঘ. সামরিক

উত্তর: খ. গণতান্ত্রিক

Leave a Comment