৭ম নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪ | 7th Women's SAFF Championship 2024

Share:
৭ম নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪

৭ম নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪

সময়কাল: ১৭-৩০ অক্টোবর, ২০২৪
স্বাগতিক দেশ: নেপাল
মোট দল: ৭টি
মোট ম্যাচ: ১২টি
ফলাফল:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ (২-১ গোলে)
রানার্স আপ: নেপাল
ফাইনাল ভেন্যু: দশরথ রঙ্গশালা স্টেডিয়াম (কাঠমুন্ডু, নেপাল)
ফাইনালে বাংলাদেশের গোলদাতা:
  • মনিকা চাকমা
  • ঋতুপর্ণা চাকমা
পুরস্কার:
সেরা গোলকিপার: রূপনা চাকমা (বাংলাদেশ)
সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)
শীর্ষ গোলদাতা: দেকি লাজোম, ভুটান (৮টি গোল)
ফেয়ার প্লে পুরস্কার: ভুটান
বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়নশীপ জয়ের ইতিহাস
চ্যাম্পিয়নশীপ জয়: বাংলাদেশ মোট ২ বার নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে – ২০২২ ও ২০২৪ সালে।
প্রতিপক্ষ: উভয়বারই ফাইনালে নেপালের বিপক্ষে জয়লাভ করেছে বাংলাদেশ।
নেপালের রানার্স আপ ইতিহাস: নেপাল নারী সাফ চ্যাম্পিয়নশীপে ৬ বার রানার্স আপ হয়েছে।
প্রথমবার নারী সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন: ২০১০ সালে।

Leave a Comment